স্ক্রিনশট ভাইরাল হওয়া সেই গ্রুপের এডমিন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা”
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি

বন্যা আক্তার:
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কথোপকথনের একটি স্ক্রিনশট ভাইরাল হয়েছে। সেখানে শিক্ষার্থীদের পেটানোর পরিকল্পনা করতে দেখা গেছে তাদের। জানা গেছে, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহিসহ অনেক নেতাকর্মীই সেই গ্রুপের এডমিন।
তবে গ্রুপে থাকার বিষয়টি অস্বীকার করেছেন নাসির উদ্দিন। গতকাল গণমাধ্যমে সাক্ষাৎকারে তিনি বলেন, এ রকম কোনো স্ক্রিনশট বের হয়েছে, এটা আমার জানা নেই। এটা আসলেই ছাত্রদলের কারো কিনা, সেই বিষয়টা নিয়েও সন্দেহ থেকে যায়। বিষয়টি সম্পর্কে আমার খোঁজ নিতে হবে। কেন্দ্রে থেকে আমানুল্লাহ আমান রাবি শাখার দায়িত্ব পালন করছে। আমরা তার সঙ্গে আলোচনা করে বিষয়টির সত্যতা জানার চেষ্টা করব। এর আগে কোনো মন্তব্য আমি করতে পারব না।
এছাড়া গতকাল গ্রুপের বিষয়টি অস্বীকার করেছেন রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমদ রাহি। তিনি গতকাল বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবার গ্রুপে আমি একটি স্ক্রিনশট দেখলাম এবং আমি কয়েকজনকে এই বিষয়ে জিজ্ঞেস করেছি তারা তা অস্বীকার করেছে। আর দ্বিতীয়ত, যাদের নামে এই তথ্য পাওয়া গেছে তারা কেউ ছাত্রদলের দলীয় লোক নয়। যাদের নাম পাওয়া গেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া আছে। আমাদের অনেকগুলো গ্রুপ আছে, কোন গ্রুপে কথা বার্তা হয়েছে সেটা যাচাই-বাছাই এর একটা বিষয় আছে।
তিনি আরও বলেন, এটা যদি কেউ করে থাকে তবে সেটি তাদের ব্যক্তিগত আলোচনা। এটা সংগঠনের আলোচনা না। এমনটি যদি কেউ করে থাকে তাহলে সে নেতাকর্মী বা সমর্থক যেই হোক তার সংগঠনে থাকার কোনো সুযোগ নাই। সরাসরি বহিষ্কার করা হবে।
তবে গ্রুপ এডমিনের বিষয়ে জানতে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেনি।
প্রসঙ্গত, সোমবার (৫ মে) সকালে হোয়াটস অ্যাপ গ্রুপের একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরতে দেখা যায়। সেখানে গ্রুপের নাম দেওয়া আছে রাবি ছাত্রদল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের পেটানোর পরিকল্পনার কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। স্ক্রিনশটটিতে ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে কথোপকথন করতে দেখা গেছে। সেখানে একজন বলেছেন ‘ক্যাম্পাসের বাইরে ভেতরে না মামা, এদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই পিটাতে হবে’।