সাদ উদ্দিনকে শোকজ, তিন বড় দলকে জরিমানা

প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, মে ১০, ২০২৫

ক্রীড়া ডেস্ক:

 

বাফুফের ডিসিপ্লিনারি কমিটির সভা হয়নি দীর্ঘদিন। অবশেষে জমানো এজেন্ডা নিয়ে সভা হয়েছে পরশু বুধবার। আর ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্তগুলো বাফুফে প্রকাশ করতে বাফুফে বৃহস্পতিবার দুই দিন সময় নিয়েছে। গতকাল সন্ধ্যার আগে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ১৩টি সিদ্ধান্ত প্রকাশ করেছে। প্রিমিয়ার লিগে ঘটে যাওয়া ভিন্ন ঘটনা নিয়ে কমিটি লিগের ক্লাব, খেলোয়াড় কর্মকর্তা, সমর্থককে শাস্তি দিয়েছে।

গত ১২ এপ্রিল বসুন্ধরা কিংসের মাঠে বসুন্ধরা কিংস-মোহামেডান ম্যাচে মোহামেডান সমর্থকরা স্মোক ফ্লেয়ার প্রজ্বালন করায় মোহামেডানকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই খেলায় বসুন্ধরার দর্শক কর্তৃক সংগঠিত ঘটনা পর্যালোচনা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কী ঘটনা সেটি বলা হয়নি।

মোহামেডানকে আরও একটি জরিমানা করা হয়েছে। কুমিল্লায় মোহামেডান-আবাহনী ম্যাচ মোহামেডান সমর্থক কর্তৃক সংগঠিত ঘটনায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এখানেও বলা হয়নি কী ঘটনা ঘটেছিল। ২ মে মোহামেডান-পুলিশ ম্যাচে বলা হয়েছে মোহামেডান সমর্থক আওলাদ হোসেন মাঠে পুলিশের খেলোয়াড়কে মারতে তেড়ে গিয়েছেন। আওলাদকে ১ বছরের জন্য নিষিদ্ধ এবং আওলাদের কারণে মোহামেডানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

শোকজ করা হয়েছে বসুন্ধরা কিংসকে। বলা হয়েছে, বসুন্ধরা কিংসের অ্যারেনায় কেন দর্শকবিহীন খেলা হবে না। ডিসিপ্লিনারি কমিটি মনে করে, কিংস অ্যারেনায় শৃঙ্খলা থাকছে না। সমর্থকরা শৃঙ্খলা বহির্ভূত কার্যকলাপ করছে। দর্শক শূন্য মাঠে খেলা হবে না কেন তার জন্য লিখিত জবাব চাওয়া হয়েছে। নানা ইস্যুতে জরিমানা করা হয়েছে মোহামেডান, আবাহনী, বসুন্ধরা কিংসকেও। গত ২ মে বসুন্ধরার মাঠে বসুন্ধরা-আবাহনী ম্যাচে বসুন্ধরার সাদ উদ্দিন খেলা চলাকালীন লালকার্ড পেয়েছিলেন, তিনি খেলার পর গণ্ডগোলের মধ্যে মাঠে ঢুকে ম্যাচ কমিশনারকে ধাক্কা দিয়েছেন। এর জন্য তাকে শোকজ করা হয়েছে। জবাব না দেওয়া পর্যন্ত মাঠে নামতে পারবেন না সাদ।

একই ম্যাচে কিংসের ম্যানেজার ওয়াসিমুজ্জামানকে সতর্ক করা হয়েছে। তিনি খেলার সময় মাঠে ঢুকেছেন। শোকজ করা হয়েছে দলের সহাকরী কোচ মাহবুব হোসেন রক্সিকে। তার বিরুদ্ধে অভিযোগ তিনি মাঠে দাঁড়িয়ে অশালীন অঙ্গভঙ্গি করেন। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত মাঠে ঢুকতে পারবেন না রক্সি।

বসুন্ধরা-আবাহনী ম্যাচে বসুন্ধরার সাপোর্টিং স্টাফ তামিম আবাহনীর প্রতি আক্রমণাত্মক বাক্য ব্যবহার করার অভিযোগে স্টেডিয়ামে আগামী ৬ ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ এবং তাকে ব্যক্তিগত ভাবে ২৫ হাজার টাকা জরিমানা করে বাফুফের অ্যাকাউন্টে জমা দিতে বলা হয়েছে। না দেওয়া হলে বসুন্ধরা কিংসকে শোধ করতে হবে। একই ম্যাচে নিয়ে বলা হয়েছে আবাহনীর সমর্থকরা ডিসিপ্লিানারি কোড ভঙ্গের কারণে আবাহনীকে আরো ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।