সকালে হাঁটতে বেরিয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় রোজিনা খাতুন (৫৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) ভোরে উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের কলোনীপাড়ায় মতিয়ারের ইটভাটার সামনে দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর মোটরসাইকেল চালক হৃদয়কে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
নিহত রোজিনা খাতুন কার্পাসডাঙ্গা গ্রামের মুচিরবটতলার ফল ব্যবসায়ী সামসুল আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার ভোরে বৃদ্ধা রোজিনা খাতুন ভোরে হাঁটতে বের হন। এ সময় ইটভাটার সামনে পৌঁছালে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয় স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর মোটরসাইকেল আরোহী কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামের ইদুর ছেলে হৃদয়কে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে কার্পাসডাঙ্গা ফাড়ি পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হৃদয়কে হেফাজতে নেয়। কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শেখ নাইমুল বলেন, মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই বৃদ্ধার মৃত্যু হয়েছে। স্থানীয়রা মোটরসাইকেল চালককে আটক করে আমাদের হেফাজতে দিয়েছেন। এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। তারা বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের আবেদন করেছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।