লিচুর বিচি গলায় আটকে প্রাণ গেল ২ বছরের শিশুর

প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ, মে ৫, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক:

 

লিচুর বিচি গলায় আটকে মো. বায়জিদ মিয়া (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৪ মে) দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের উত্তর জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশু বায়জিদ উত্তর জালালপুর গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে।

নিহতের স্বজনরা জানান, রোববার দুপুরে হঠাৎ বৃষ্টি শুরুর পর ওই শিশুকে লিচু খেতে দিয়ে উঠানে শুকাতে দেওয়া ধান তুলতে যান মা। পরে ফিরে এসে দেখতে পান, বায়জিদের গলায় লিচুর বিচি আটকে গেছে। এক পর্যায়ে শিশুটির শ্বাসকষ্ট শুরু হলে তাকে কাটিয়াদী উপজেলা কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। এসময় কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৈয়দ শাহরিয়ার নাদিম বলেন, শিশুটির গলায় লিচুর বিচি আটকে যাওয়ায় শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছে বলেন, লিচুর বিচি গলায় আটকে শিশুটির মৃত্যু হয়েছে। এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। এই মৃত্যুটা আমাদের সবাইকে ব্যথিত করেছে।