রাব্বি-নাসুমের ফিফটিতে টেনেটুনে ২২৭ বাংলাদেশের

প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, মে ১০, ২০২৫

ক্রীড়া ডেস্ক :

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রথম দুই ম্যাচে বড় জয়ের পরই সিরিজ জিতে নিয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। আজ (শনিবার) তারা সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। নুরুল হাসান সোহান নেতৃত্বাধীন স্বাগতিকরা আগে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ২২৭ রান। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন নাসুম আহমেদ।

এর আগে ব্যাট করতে নেমে টাইগারদের শুরুটা ভালো হয়নি। দুই ওপেনার নাঈম শেখ ও এনামুল হক বিজয়ের পর মিডল অর্ডার ব্যাটাররাও ব্যর্থ হয়েছেন। দলীয় মাত্র ৪ রানে নাঈম শেখ (৪) এবং বিদায় নেন এনামুল হক বিজয় (২) বিদায় নেন ১৬ রানে। এ ছাড়া সাইফ হাসান, আফিফ হোসেন (১), নুরুল হাসান সোহান (১২) ও মোসাদ্দেক হোসেন সৈকতরাও (৪) দ্রুত আউট হয়েছেন।

ব্যাটারদের এমন যাওয়া-আসার মিছিলের কারণে বড় কোনো জুটি পায়নি বাংলাদেশ ‘এ’ দল। বলার মতো ৪২ রানের জুটি গড়েন কেবল ইয়াসির রাব্বি ও নাসুমের জুটি। দুজনই ব্যক্তিগত হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন। ৬৫ বলে ৬৩ রান করে আউট হয়েছেন রাব্বি। সতীর্থদের যাওয়া-আসার মাঝেও ব্যতিক্রম ছিলেন নাসুম। এই টেল-এন্ডারের সুবাদেই বাংলাদেশ দুইশ পেরোনো স্কোর পায়।নাসুমের বিদায়েই থামে বাংলাদেশের ইনিংস। বাঁ-হাতি এই ব্যাটার ৯৭ বলে ৬৭ রানের ইনিংস খেলেছেন। তার এই ইনিংস না পেলে আরও অল্পতেই থামতে পারত স্বাগতিকরা। সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে হলে এই ম্যাচ জিততে হবে সফরকারী কিউইদের। তাদের পক্ষে আদিত্য অশোক সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন।