মারা গেলেন ‘ফিফটি শেডস অব গ্রে’ নির্মাতা

প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ, মে ১০, ২০২৫

বিনোদন ডেস্ক:

 

‘ফিফটি শেডস অব গ্রে’ সিরিজের দুটি সিজন পরিচালনা করা মার্কিন চলচ্চিত্র পরিচালক জেমস ফোলি মারা গেছেন। চলতি সপ্তাহের শুরুতে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

পরিবারের মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, জেমস ফোলি এই সপ্তাহের শুরুতে লস অ্যাঞ্জেলেসে নিজ বাসায় ঘুমের মধ্যেই শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে মস্তিষ্কের ক্যানসারে ভুগছিলেন।

১৯৮০-এর দশকে ম্যাডোনার তিনটি বিখ্যাত মিউজিক ভিডিও- পাপা ডোন্ট প্রিচ, লাইভ টু টেল এবং ট্রু ব্লু পরিচালনা করেন তিনি। এরপর ১৯৮৭ সালে ম্যাডোনাকে নিয়ে সিনেমা ‘হুস দ্যাট গার্ল’ নির্মাণ করেন।

ফোলির পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘রেকলেস’ মুক্তি পায় ১৯৮৪ সালে। তিনি গ্লেনগ্যারি গ্লেন রোস, ফিয়ার, কনফিডেন্স, পারফেক্ট স্ট্রেন্জার এবং দ্য করাপ্টর-এর মতো একাধিক প্রশংসিত ও বাণিজ্যিক চলচ্চিত্রও নির্মাণ করেছেন।

 

তিনি ‘ফিফটি শেড অব গ্রে’ (প্রথম পর্ব) পরিচালনা করেননি, তবে পরিচালক স্যাম টেইলর-জনসন সরে যাওয়ার পর ‘ফিফটি শেডস ডার্কার’ এবং ‘ফিফটি শেডস ফ্রেড’ পরিচালনার দায়িত্ব নেন। ই. এল. জেমসের লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত এই রোমান্টিক থ্রিলার সিরিজ বিশ্বজুড়ে বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়।

টেলিভিশন ও সিরিজেও ফোলি ছিলেন সক্রিয়। তিনি ‘হাউজ অব কার্ডস’-এর ১২টি পর্ব পরিচালনা করেছেন, যা ছিল নেটফ্লিক্সের প্রথম দিককার জনপ্রিয় মৌলিক সিরিজগুলোর একটি। এছাড়াও তিনি টুইন পেকস, বিলিয়নস এবং হ্যানিবাল-এর মতো হিট সিরিজেও কাজ করেছেন।

জেমস ফোলির প্রয়াণে আমেরিকায় চলচ্চিত্রজগতে শোকের ছায়া নেমে এসেছে।