মায়ামিতে মেসির সতীর্থ হচ্ছেন ডি মারিয়া!

প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, মে ১৯, ২০২৫

ক্রীড়া ডেস্ক:

 

বেনফিকা অধ্যায়ের ইতি টানছেন আনহেল ডি মারিয়া। আগামী মৌসুমে আর্জেন্টাইন এ বিশ্বকাপজয়ীকে পর্তুগিজ ক্লাবটির জার্সিতে দেখা যাবে না। গত শনিবার পর্তুগিজ লিগের শেষ রাউন্ডে ব্রাগার বিপক্ষে জিততে পারেনি বেনফিকা। ১-১ গোলে ম্যাচটি ড্র হওয়ার পরই বেনফিকায় দ্বিতীয় মেয়াদের ইতি টানার ঘোষণা দেন তিনি। তাঁর সম্ভাব্য গন্তব্য যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগ। মেসি-সুয়ারেজদের সঙ্গে ইন্টার মায়ামিতে খেলার গুঞ্জন শোনা যাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ৩৭ বছর বয়সী এ তারকা বেনফিকা ছাড়ার ঘোষণা দেন। তাঁর ঘোষণায় মিশে ছিল লিগ হাতছাড়া হওয়ার হতাশা, ‘দীর্ঘ একটি বছর শেষে এভাবে শেষ করাটা খুব কষ্টের। এই জার্সিতে এটা ছিল আমার শেষ লিগ ম্যাচ। এ জার্সি পরতে পেরে আমি গর্বিত।’

আগামী রোববার পর্তুগিজ কাপের ফাইনালে স্পোর্টিং লিসবনের মুখোমুখি হবেন তারা। সে শিরোপাটি জিতে হাসিমুখে বিদায় নিতে চান ডি মারিয়া। আগামী ৩০ জুন পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি রয়েছে বেনফিকার। তবে ১৫ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপে তিনি বেনফিকার হয়ে মাঠে নামবেন কিনা, সেটা এখনও নিশ্চিত নয়।