মাগুরায় ৩১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫

 

মাগুরা প্রতিবেদক:

মাগুরায় নিষিদ্ধ পলিথিন মজুদের দায়ে একটি প্রতিষ্ঠানের মালিককে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) মাগুরা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, মাগুরা শহরের আবালপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় আয়েশা স্টোর নামে একটি দোকানে অভিযান চালিয়ে ৩১৫ কেজি পলিথিন জব্দ করা হয়। পলিথিন রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে প্রতিষ্ঠানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শোয়াইব মোহাম্মদ শোয়েবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শোয়াইব মোহাম্মদ শোয়েব।

মাগুরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক পরিচালক শোয়াইব মোহাম্মদ শোয়েব বলেন, নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরকে