মধ্যরাতে এক ঘণ্টার আগুনে পুড়ে ছাই ১৫ দোকান

প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৫

হবিগঞ্জ প্রতিনিধি:

 

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাত্র এক ঘণ্টার আগুনে পুড়ে গেছে ১৫টি দোকান। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার শাহজিবাজার এলাকার উত্তর বাজার এলাকার একটি মার্কেটে এ অগ্নিদুর্ঘটনা ঘটে। মার্কেটটি আমেরিকা প্রবাসী মেরাজ মিয়ার মালিকানাধীন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, উত্তর বাজার এলাকার ওই মার্কেট থেকে আগুনে সূত্রপাত। আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। তবে মুহূর্তেই বাজারের অন্যান্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ধানের গুদাম, লেপ-তোষক, ওষুধের দোকান, মুরগির ফার্ম, মুদি দোকান, চায়ের স্টল, লাইব্রেরি, ফার্নিচার, রেস্টুরেন্ট ও সারের ডিলারসহ ১৫টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, রাত ৩টার দিকে উপজেলার শাহজিবাজার এলাকার সুতাং উত্তর বাজারে আমেরিকা প্রবাসী মেরাজ মিয়ার মার্কেটে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।