ব্রাজিলের কোচ হওয়ার গুঞ্জন স্কালোনির, প্রতিক্রিয়ায় যা বললেন

প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, মে ১০, ২০২৫

ক্রীড়া ডেস্ক :

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলের কোচ হবেন লিওনেল স্কালোনি, এমন কিছু কেউ কল্পনাও করতে পারেন? তবে কার্লো আনচেলত্তিকে নিয়ে দোলাচলের মাঝেই এমন ভাবনা মাথায় এসেছে ব্রাজিলের এক সাংবাদিকের। প্রয়োজনে তিনি স্কালোনিকে আর্জেন্টিনায় বর্তমান পারিশ্রমিকের চেয়ে পাঁচ গুণ বেশি অর্থের প্রস্তাব দেওয়ার দাবি তুলেছিলেন। দেরিতে হলেও সেই কথা কানে পৌঁছেছে এই বিশ্বকাপজয়ী কোচের।

এক অনুষ্ঠানে ব্রাজিলিয়ান সাংবাদিক ফ্লাভিও প্রাডো বলেন, ‘সিবিএফ (ব্রাজিল ফুটবল ফেডারেশন) স্কালোনিকে পেতে প্রস্তাব দেওয়া উচিৎ। তিনি সেখানে কত আয় করেন সেটি বিষয় না, এরচেয়ে পাঁচগুণ প্রস্তাব দিতে পারে সিবিএফ। এরপর তিনি বাড়ি গিয়ে স্ত্রীকে ব্রাজিলের প্রস্তাবের কথা জানাবেন, যা শুনে তারা স্তম্ভিত হয়ে যাবে। স্কালোনি যদি সেই প্রস্তাব গ্রহণ করেন তাহলে সিবিএফের জন্য ভালো। নইলে এএফএ (আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন) অন্তত একটা ধাক্কা খাবে এবং তার স্যালারিও বাড়িয়ে দেওয়ার প্রস্তাব করবে।’

তার এমন মন্তব্য অনেকটা কৌতুক মনে হলেও, স্থানীয় কিছু সংবাদমাধ্যম সেই সূত্র ধরে প্রতিবেদন করেছিল। যদিও সেটি তখন জানতেন না স্কালোনি। আরেক স্প্যানিশ সাংবাদিক সিরো লোপেজের কাছ থেকে সেই গুঞ্জন শোনার পর আর্জেন্টাইন কোচের প্রতিক্রিয়া ছিল এমন– ‘এমন কিছু আমি জানতাম না, কেউ আমাকে বলেওনি। মাত্রই আপনার মুখে শুনলাম। আমার মনে হয় না (এরকম কিছু ঘটবে)। আমার অনুভূতি বলে কার্লোকে (আনচেলত্তি) আসতে দাও, যদি তিনি চান, তবে আমি নই (যাব না)।’ অনুভূতি বলে কার্লোকে (আনচেলত্তি) আসতে দাও, যদি তিনি চান, তবে আমি নই (যাব না)।’একইসঙ্গে আর্জেন্টিনাকে আসন্ন ২০২৬ বিশ্বকাপেও কোচিং করাবেন বলে দৃঢ়ভাবে জানিয়েছেন স্কালোনি। তার অধীনে ইতোমধ্যে ২০২২ কাতার বিশ্বকাপ এবং ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকায় শিরোপা জিতেছেন লিওনেল মেসি-ডি মারিয়ারা। এ ছাড়া স্কালোনির আর্জেন্টিনা চলমান বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলকে হোম-অ্যাওয়ে উভয় ম্যাচেই হারিয়েছে। গত ২৬ মার্চ ঘরের মাঠ এস্তাদিও মনুমেন্তালে আর্জেন্টিনা ৪-১ গোলে উড়িয়ে দেয় চিরপ্রতিদ্বন্দ্বীদের।

এদিকে, সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিকের ভাষ্য– রিয়াল মাদ্রিদ এবং আনচেলত্তি দুই পক্ষই লা লিগা শেষে মৌখিকভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আগামী রোববার বার্সেলোনার বিপক্ষে রিয়ালের এল ক্লাসিকোর পরপরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে এই বিষয়ে। আর আনচেলত্তি রিয়াল ছাড়া মানেই দায়িত্ব নেবেন ব্রাজিলের, ইতোমধ্যে দু’পক্ষ মৌখিক সম্মতিও দিয়েছে বলে জানা গেছে। যদিও এর আগে একবার তাদের মৌখিক চুক্তির পর রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বেঁকে বসেন। ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি সম্পন্ন না করে আনচেলত্তি কোথাও যেতে পারবেন না বলে হুঁশিয়ারি দেন তিনি।

এ ছাড়া সম্প্রতি সূত্রের বরাতে সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছিল, আনচেলত্তিকে কোচ করে আনার জন্য সময়সীমা বাড়িয়ে আরেকটি ডেডলাইন ঠিক করেছে সিবিএফ। তারা চায়– আগামী ২৬ মে’র মধ্যে তাদের নতুন কোচ নিয়োগ দিতে। কারণ জুনের শুরুতেই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে তাদের নামতে হবে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে। সে কারণে আগেভাগেই স্কোয়াড ঘোষণা করতে হবে ব্রাজিলসহ বাকি দলগুলোকে।