
সাতক্ষীরা প্রতিনিধি:
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০টি এসির আউটডোর যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। অন্তত আরও ৭ দিন আগে এ চুরির ঘটনা ঘটলেও সম্প্রতি সময়ে বিষয়টি জানাজানি হয়েছে। সরকারি হাসপাতাল থেকে এসির আউটডোর যন্ত্রাংশ চুরির ঘটনায় ওই এলাকয় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
সবশেষ রোবাবার (১১ মে) এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, তালা উপজেলার সাবেক নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইকবাল হোসেনের উদ্যোগে হাসপাতালের নারী ও পুরুষ সাধারণ ওয়ার্ডে ১০টি এসি স্থাপন করা হয়। ইউএনও ইকবাল হোসেন তালা উপজেলাতে দায়িত্বরত থাকা পর্যন্ত এসিগুলো ব্যবহৃত হতো। তিনি বদলির পর হাসপাতাল কর্তৃপক্ষ বিদ্যুৎ বিল সাশ্রয় করতে এসির ব্যবহার বন্ধ করেন। এরইমধ্যে শনিবার সন্ধ্যায় এসির ১০টি আউটডোর চুরির বিষয়টি জানাজানি হয়। ধারণা করা হচ্ছে এগুলো প্রায় ১ সপ্তাহ আগে চুরি হয়েছে।
এদিকে, এসির আউটডোর যন্ত্রাংশ চুরির ঘটনা জানাজানি হওয়ার পর শনিবার রাতে কর্মচারীরা মিলে হাসপাতালের সাবেক নৈশপ্রহরী বিল্লাল হোসেনকে মারধর করে। এসির আউটডোর যন্ত্রাংশ চুরি ও চোর সন্দেহে বিল্লালকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে।
তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাজীব সরদার জানান, আনুমানিক এক সপ্তাহ আগে এগুলো চুরি হয়েছে বলে ধারণা করছি। এ ঘটনায় রোববার জিডি করা হয়েছে।
বিল্লালকে আটকে মারধর প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, তাকে আটকিয়ে রাখার বিষয়টি আমাকে না জানিয়ে করা হয়েছিল। জানার পর তাকে ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছে। যেহেতু জিডি হয়েছে পুলিশ বিষয়টি খতিয়ে দেখবে।