
নিজস্ব প্রতিবেদক :
জাতিসংঘের উদ্যোগে প্রতি দুই বছর অন্তর পালিত হয় “ইউএন গ্লোবাল রোড সেফটি উইক”। বাংলাদেশেও এই উদ্যোগ পালিত হচ্ছে বেশ গুরুত্বের সঙ্গে। সরকারি, বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এ উপলক্ষে নানা সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করে থাকে।
এ বছর এই সপ্তাহকে ঘিরে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে ইয়ামাহা রাইডারস ক্লাব। এটি একটি মোটরসাইকেল রাইডারদের সংগঠন, যার নিবন্ধিত সদস্য সংখ্যা ১৫ হাজারের বেশি। কেবল মোটরসাইকেলপ্রেমী নয়, এই ক্লাবটি বরাবরই সক্রিয় সামাজিক কাজে।
৮ম গ্লোবাল রোড সেফটি উইক উপলক্ষে ক্লাবটি “ঝধভব জড়ধফ, ঝধভব জরফব” নামে একটি দেশব্যাপী কর্মসূচি চালু করেছে। যার অধীনে— দেশের ৫৫টি জেলায় স্পিড ব্রেকার ও জেব্রা ক্রসিং রঙ করা, ক্ষতিগ্রস্ত রোড সাইন মেরামত, সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রদর্শন ও সড়ক নিরাপত্তা বিষয়ে স্থানীয় জনসাধারণের সঙ্গে সরাসরি প্রচারণা করা হয়।
এই কর্মসূচির মাধ্যমে তারা সচেতনতা বাড়ানোর পাশাপাশি, সরকারের প্রচেষ্টাকে আরো কার্যকর করতে চায়।
ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, “সড়ক নিরাপত্তা কেবল সরকারের দায়িত্ব নয়। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠতে পারে একটি নিরাপদ ও সচেতন সমাজ।”