বগুড়ার শাপলা মার্কেটে পুরোনো যন্ত্রপাতির জমজমাট কারবার
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি

বগুড়া প্রতিনিধি:
সময়ের সঙ্গে তাল মিলিয়ে কৃষিতে আধুনিক যন্ত্রপাতির সংযোজন ঘটেছে। চাষাবাদ, শস্য মাড়াই, সংরক্ষণ—সব কিছুতেই লেগেছে যন্ত্রপাতির আধুনিকতার ছোঁয়া। তবে এসব যন্ত্রপাতি বিকল হলে ছুটতে হচ্ছে এক দোকান থেকে আরেক দোকানে। ব্রান্ডের নতুন যন্ত্র পাওয়া না গেলে একমাত্র ভরসা পুরোনো যন্ত্রপাতির মার্কেট। তাই তো উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষ কৃষি যন্ত্রাংশ কিনতে ছুটে আসে বগুড়ার ভাংরি পট্টিখ্যাত শাপলা মার্কেটে।
প্রতিমাসে প্রায় ৩ থেকে ৫ কোটি টাকার বেচাকেনা হয় এই মার্কেটে। পাওয়ার টিলারের ২৪ ফাল ও ২৮ ফালের পেনিয়ামসহ টিলার কিনবা সেলো মেশিনের বেশ কিছু যন্ত্রাংশ নতুন কিনতে পাওয়া যায় না। সে কারণে বাধ্য হয়েই কিনতে হয়