পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, মে ৪, ২০২৫

কক্সবাজার প্রতিনিধি:

 

কক্সবাজারের পেকুয়ায় টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় ছেলেকে উদ্ধার করতে গিয়ে ওই কিশোরের মা আহত হন। শনিবার (০৩ মে) রাত ৮টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের টেকঘোনা পাড়া বেড়িবাঁধের ওপর এ ঘটনা ঘটে।

নিহত এহসানুল করিম (১৭) একই ইউনিয়নের মাঝির পাড়ার মৃত জাকের উল্লাহর ছেলে। আহত হন নিহত কিশোরের মা রেহেনা আক্তার (৩৮)।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে পুলিশের জানায়, এহসান ও তার মা রেহেনা আক্তার রাজাখালী নোয়াখালী ব্রিজ সংলগ্ন স্টেশন থেকে বাঁশ নিয়ে অটোরিকশা করে মাঝির পাড়া বাড়িতে যাচ্ছিলো। এ সময় টেকঘোনা পাড়ার বেড়িবাঁধের ওপর আমির হোসেনের বাড়ি সংলগ্ন পৌঁছলে টেকঘোনা পাড়ার মুহাম্মদ জুনাইদ গাড়ির গতিরোধ করে। এ সময় টাকা চুরির বিষয় নিয়ে এহসান ও জুনাইদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে জুনাইদ ছোরা দিয়ে এহসানকে বুকে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। মা রেহেনা আক্তার এহসানকে বাঁচাতে গেলে তাকেও ছুরিকাঘাত করে জখম করে। পরে স্থানীয়রা দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক এহসানকে মৃত ঘোষণা করেন।

ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, জুনাইদ ও এহসান দুজনেই একে অপরের বন্ধু। কয়েকদিন আগে এহসানের বাড়িতে টাকা চুরি হয়। জুনাইদের সন্দেহ হয় টাকাগুলি এহসান চুরি করেছে। এনিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে। এর জের ধরে এহসানকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। পুলিশ এখন ঘটনাস্থলে আছে। আসামিকে দ্রুত গ্রেপ্তার করা হবে।