পাট ক্ষেতে গাঁজা গাছ!

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, মে ১০, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক:

 

পটুয়াখালীর মির্জাগঞ্জে পাট চাষের আড়ালে গাঁজা চাষের অভিযোগে মো. আবুল হোসেন হাওলাদার নামের এক চাষিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) রাতে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের আন্দুয়া গ্রামে অভিযান চালিয়ে ২টি গাঁজার গাছসহ তাকে আটক করেছে পুলিশ।

আটক মো. আবুল হোসেন হাওলাদার ওই গ্রামের মৃত তোজাম্বের হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে আন্দুয়া গ্রামে আবুল হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। তিনি বসতঘরের পাশে পাট ক্ষেতের মধ্যে ২টি গাঁজার গাছ রোপণ করেছিল। গাছ দুটি কেটে বসতঘরের টিনের ওপর রোদে শুকিয়ে গাঁজা বানানোর প্রস্তুতি নিচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, মাদক ব্যবসার উদ্দেশ্যে গাঁজা চাষ করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।