নাটকীয়তার জন্ম দিয়ে রিয়াল মাদ্রিদের কোচ হলেন জাবি আলোনসো
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি

ক্রীড়া ডেস্ক :
কথা ছিল, নতুন মৌসুম থেকেই রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে আসবেন জাবি আলোনসো। আনুষ্ঠানিক ঘোষণার জন্যই কেবল অপেক্ষা ছিল। কিন্তু, প্রত্যাশিত সেই ঘটনাতেই কিছুটা নাটকীয়তার রঙ চড়িয়েছে রিয়াল মাদ্রিদ। নতুন মৌসুম না, ক্লাব বিশ্বকাপ থেকেই লস-ব্লাঙ্কোসদের কোচ হিসেবে দেখা যাবে জাবি আলোনসোকে।
সাবেক এই স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডারকে তিন বছরের জন্য দলের কোচ হিসেবে এনেছে রিয়াল মাদ্রিদ। স্কাই ইতালিয়ার সাংবাদিক এবং ফুটবল দলবদলের বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো তার বিখ্যাত ‘হিয়ার উই গো’ টুইট দিয়ে নিশ্চিত করেছেন জাবি আলোনসোর মাদ্রিদে আসার খবর। একইসঙ্গে এই খবরের সত্যতা নিশ্চিত করেছে, মাদ্রিদভিত্তিক বেশ কিছু সংবাদমাধ্যম।
নতুন মৌসুমকে সামনে রেখে এবারে রিয়াল মাদ্রিদের বেশ ব্যস্ত সময় পার করার কথা। সেটারই দ্বিতীয় সংযোজন হলেন জাবি আলোনসো। এর আগে লিভারপুল থেকে ইংলিশ রাইটব্যাক ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে দলে টেনেছে তারা।
জাবি আলোনসো রিয়াল মাদ্রিদের কোচ হবেন সেটা একপ্রকার নিশ্চিত হয়েই ছিল আগে থেকে। তবে ক্লাব বিশ্বকাপের আগেই তাকে পাওয়া যাবে কি না সেটাই ছিল বড় প্রশ্ন। মাদ্রিদের বাতাসে গুঞ্জন ছিল, ক্লাব বিশ্বকাপে অন্তর্র্বতী কোচের ওপরেই আস্থা রাখবেন ক্লাব। এমনকি এই জন্য রিয়াল মাদ্রিদ কার্লো আনচেলত্তিকেও আটকে রাখতে চেয়েছিল।
তবে শেষ মুহূর্তে এসে কোনো কিছুই হলো না। রিয়াল মাদ্রিদ খুব শীঘ্রই তাদের দীর্ঘদিনের কোচ কার্লো আনচেলত্তিকে বিদায় জানাবে। বিপরীতে আসবেন জাবি আলোনসো। তার সহকারী হিসেবে কারা আসছেন কিংবা কত অঙ্কের চুক্তিতে রিয়ালের কোচ হচ্ছেন তার সবই চূড়ান্ত হয়ে আছে। মাদ্রিদ এখন অপেক্ষায় আছে তাদের ঘরের ছেলে নতুন ভূমিকায় বরণ করে নিতে।
খেলোয়াড়ি জীবনে রিয়াল সোসিয়েদাদ, লিভারপুল, রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখে সময় পার করেছিলেন জাবি আলোনসো। কোচিং ক্যারিয়ারের শুরুটা হয়েছে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের হয়ে। যেখানে গত মৌসুমে পেয়েছিলেন অবিশ্বাস্য সাফল্য। পুরো মৌসুমে অপরাজিত থেকে জিতে নেন জার্মান লিগ শিরোপা এবং ডিএফবি পোকাল। তবে ইউরোপা লিগের ফাইনাল হারতে হয়েছিল তাকে।লেভারকুসেনে আড়াই বছরের অবিশ্বাস্য যাত্রার ইতি ঘটেছে চলতি সপ্তাহেই। এরপরেই চুক্তি সম্পন্ন করেছেন রিয়াল মাদ্রিদের সঙ্গে।