ডিএনসিসির নাগরিক সেবা অনলাইনে ঘরে বসে পাওয়া যাচ্ছে ট্রেড লাইসেন্স, দেওয়া যাচ্ছে হোল্ডিং ট্যাক্স
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি

নিজস্ব প্রতিনিধি :
নগরবাসী এখন অনলাইনের মাধ্যমে ঘরে বসে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) হোল্ডিং ট্যাক্স পরিশোধ করতে পারছেন। এ ছাড়া ট্রেড লাইসেন্স আবেদন করা এবং ফি জমা দেওয়া যাচ্ছে অনলাইনে।
বুধবার (১৪ মে) বিষয়টি জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মুখপাত্র ফারজানা ববি।
তিনি বলেন, হোল্ডিং ট্যাক্স দিতে ডিএনসিসির ওয়েবসাইটে গিয়ে ”ই-রেভিনিউ” অপশনে ক্লিক করলে সিটিজেন চার্টারে প্রয়োজনীয় তথ্য প্রদান করে রেজিস্টেশন করলে ব্যক্তিগত ড্যাশবোর্ড খুলে যাবে। ড্যাশবোর্ড থেকে হোল্ডিং ট্যাক্স অপশনে গিয়ে তথ্য প্রদান করে ”কুইক পে” অপশন থেকে প্রদানকারীর ব্যাংক একাউন্ট অথবা কার্ডের মাধ্যমে প্রয়োজনীয় টাকা পরিশোধ করতে পারবেন।
সিটিজেন পোর্টাল থেকে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং, ব্র্যাক ব্যাংকের মোবাইল ব্যাংকিং বিকাশ, ট্রাস্ট ব্যাংকের মোবাইল ব্যাংকিং ট্যাপ ও নগদের মাধ্যমে ডিএনসিসির ট্রেড লাইসেন্স ফি জমা দেওয়া যাবে। একইভাবে সিটিজেন পোর্টাল থেকে নতুন বাড়ি যেগুলো কর তালিকার আওতাধীন নেই সেগুলোর ই-হোল্ডিং নিজেই মূল্যায়ন করে হোল্ডিং ট্যাক্স অপশনে নতুন হোল্ডিং আবেদনে প্রয়োজনীয় তথ্য দিলে ট্যাক্স কত টাকা, সে সংক্রান্ত তথ্য ও নতুন ই-হোল্ডিং নম্বর পেয়ে যাবেন।এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন করদাতাদের কর প্রদান কার্যক্রম সহজ করতে গত ১১ মে তারিখ থেকে পৌরকর মেলা আয়োজন করছে। মেলা ৩০ মে পর্যন্ত ডিএনসিসির ১০টি অঞ্চলে ২৪টি কেন্দ্রে চলবে বলেও জানান ফারজানা ববি।