
রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর পাংশায় ট্রাক-ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জয় শেখ (১৫) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) সকালে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের আমতলা এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে ।
নিহত ওই ভ্যানচালকের নাম জয় শেখ। তিনি পাংশা উপজেলার কলিমহর ইউপির মাসলিয়া গ্রামের কালাম শেখের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে ভ্যান চালিয়ে কালুখালীর দিকে যাচ্ছিলেন জয় শেখ। পথে বাবুপাড়া ইউনিয়নের আমতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। গুরুতর আহত হন জয় শেখ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পরপরই ট্রাকচালক ট্রাক নিয়ে পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা অব্যহত রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা ট্রাক চালকের চোখে ঘুম থাকায় এ ঘটনা ঘটেছে।