
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরের পল্লাটিপাড়া গ্রামে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে ইব্রাহিম হোসেন নামের এক ব্যক্তি আহত হয়েছে। তার পায়ে দুটি গুলি লাগে বলে জানা যায়। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, মহেশপুরের সীমান্তবর্তী বাঘাডাঙ্গা গ্রামে চোরাচালান নিয়ে তরিকুল ইসলাম এবং মতিয়ার রহমান ও রফি’র মধ্যে দ্বন্দ্ব রয়েছে। এই বিরোধে চলতি বছরের ২৫ মার্চ ভোরে তরিকুল ইসলাম প্রতিপক্ষ মতিয়ার রহমানের পায়ে গুলি করে।
এর জের ধরে রোববার সন্ধ্যার পর তরিকুল ইসলামের ভাই ইব্রাহিম হোসেনকে পল্লাটিপাড়া গ্রামে রাস্তায় একা পেয়ে তার ওপর গুলি চালায় মতিয়ার রহমানের ভাই রফিসহ অজ্ঞাতরা। পালানোর সময় দুটি গুলি ইব্রাহিম হোসেনের পায়ে লাগে। ঘটনাস্থলে একটি মোটরসাইকেল পাওয়া যায় যা রফির ব্যবহৃত।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, গুলির ঘটনা ঘটেছে। একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে।
কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস বলেন, ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেব।
স্বর্ণ চোরাচালান নিয়ে দ্বন্দের জেরে ২০২৪ সালের ১৭ জানুয়ারি নিজ বাড়ির সামনে দুই ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে তরিকুল ইসলামের বিরুদ্ধে। এই মামলায় ১ নম্বর আসামি ছিলেন তিনি।