চারশো পেরিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৫

ক্রীড়া ডেস্ক :

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের কিছু আগেই প্রথম সেশনের খেলা শেষ করলেন আম্পায়াররা। মধ্যাহ্ন বিরতির আগে স্বস্তিতে বাংলাদেশ দল। স্বাগতিকদের সংগ্রহ এরই মধ্যে চারশো পেরিয়ে গেছে। লিড দেড়শো ছাড়িয়েছে।

৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল বাংলাদেশ। সেখান থেকে ৮ উইকেট হারিয়ে ৪০৪ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ। লিড বেড়ে দাঁড়িয়েছে ১৭৭ রান। মেহেদী হাসান মিরাজ ৭৬ ও তানজিম হাসান সাকিব ২৯ রানে ক্রিজে আছেন।

বন্দরনগরীর আকাশে মেঘের ঘনঘটা ছিল গত দুদিন ধরেই। তবে বৃষ্টি নামেনি। আজ চট্টগ্রাম শহরকে স্বস্তি দিতে শুরু হলো বৃষ্টি। তাতে অবশ্য বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে টেস্টের খেলায় এসেছে বাধা। তৃতীয় দিন সকালে মোটে ১৬ বল খেলার পরেই উঠে যেতে হয়েছে দুই দলের ক্রিকেটারদের। দ্বিতীয় দফায় লাঞ্চ ব্রেকের আগে আবারও বৃষ্টির হানা।

বিস্তারিত আসছে…