চাটখিলের শ্রীরায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা, চরম দুর্ভোগ
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী জেলার চাটখিলের ৯নং খিলপাড়া ইউনিয়নের শ্রীরায় সরকার প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা। এতে করে এ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা চরম দূর্ভোগ পোহাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীরায় সরকার প্রাথমিক বিদ্যালয়ের মূল ভবনটি ১৫/১৬ বছর আগে নির্মাণ করা হয়েছে। এরপর থেকে এ ভবনটির কোন প্রকার সংস্কার করা হয় নাই।
স্প্রেজমিনে দেখা যায়, বর্তমানে এ বিদ্যালয়ের মূল ভবনটি জীর্ণশীর্ণ অবস্থা রয়েছে। ছাদে ভাঙ্গন ধরেছে, সাইড ওয়াল পিলার সহ সব কিছু ধ্বসে পড়েছে। এখানে শিক্ষার্থীদের পাঠদান করা হয় ঝুঁকি নিয়ে। যে কোন সময় এটি ধ্বসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা হওয়ার আশঙ্কা রয়েছে। পাশের ২ রুমের একটি ভবন রয়েছে। যার একটি শিক্ষক রুম, আরেকটিতে ক্লাস করানো হয়েছে।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী গাজী সালা উদ্দিন হিমেল জানান, প্রাচীন এ বিদ্যালয়ের ভবনটি ব্যবহারের অনুপযোগী। এখনে একটি নতুন ভবন করা জরুরী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল করিম ভূঁইয়া জানান, ২০১৮ সালে এ বিদ্যালয়ে যোগদানের পর এখন পর্যন্ত ৫ বার বিদ্যালয়ের দূরাবস্থার বিষয়টি উধ্বর্তন কর্তৃপক্ষকে জানিয়েছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে তার নিকট কয়েক বার বিদ্যালয়ের তথ্য নিয়েছে। কিন্তু কোন কাজ হয়নি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান পাটোয়ারী জানান, এ ভবনটি ব্যবহারের অনুপযোগী এবং একটি পতিত। এ ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালন করতে নিষেধ করেছেন। বিদ্যালয়ের ভবনের জন্য তিনিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।