চাঁদা না দেওয়ায় যুবদল নেতাকে হাতুড়ি দিয়ে পেটালেন বিএনপি নেতা

প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, মে ৬, ২০২৫

টাঙ্গাইল প্রতিনিধি:

 

টাঙ্গাইলের ভূঞাপুরে চাঁদা না দেওয়ায় এক ঠিকাদার‌কে হাতু‌ড়িপেটার অভিযোগ উঠে‌ছে স্থানীয় এক বিএন‌পি নেতার বিরু‌দ্ধে। অভিযুক্ত বিএন‌পি নেতা লাল মামু খান পৌরসভা বিএনপির যুগ্ম-সম্পাদক। অন্যদিকে ভুক্তভোগী ঠিকাদার ফারুক হোসেন যুবদলের রাজনীতিতে সক্রিয়।

রোববার (৪ মে) সন্ধ্যায় উপজেলার বামনহাটা বাজারে এ ঘটনা ঘটে।

আহত ঠিকাদার ফারুক হোসেন ভুঞ‌াপুর পৌরসভার বামনহাটা প‌শ্চিমপাড়া গ্রা‌মের আব্দুল হা‌মিদের ছে‌লে। তিনি ওই ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক।

আহত ফারু‌কের ভাই মেহেদী হাসান অভিযোগ করেন, ভুঞ‌াপু‌র পৌরসভার বামনহাটা এলাকায় জনস্বাস্থ‌্য প্রকৌশলের অধীন চার‌টি ডাস্ট‌বিন নির্মাণের কাজ পে‌য়ে‌ছে ফারুক। সেই কা‌জ কর‌তে এলাকার বিএনপি নেতা লাল মামু খান ঠিকাদার ফারু‌কের কা‌ছে ৬ লাখ টাকা চাঁদা দাবি ক‌রে আস‌ছিলেন। প‌রে টাকা দি‌তে অস্বীকার করায় হাতু‌ড়ি দি‌য়ে পেটানো হয় ফারুককে। আহত অবস্থায় স্থানীয়রা ফারুককে উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে ভ‌র্তি ক‌রে। এ বিষয়ে থানায় অভিযোগ দা‌য়ের করা হ‌য়ে‌ছে।

অভিযোগ প্রসঙ্গে জানতে চেয়ে বিএনপি নেতা লাল মামু খানকে একাধিকবার কল করা হলেও রিসিভি করেননি তিনি। এতে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

এদিকে বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। বিষয়টি ইতোমধ্যে দলটির উচ্চ পর্যায়ে জানানো হয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু জানান, এ ঘটনায় থানায় অভি‌যোগ দি‌য়েছে ভুক্ত‌ভোগী। সুষ্ঠু তদ‌ন্তের মাধ‌্যমেই অপরাধীর বিচার হ‌বে। ওই নেতার বিরু‌দ্ধে ব‌্যবস্থা নি‌তে পৌর ক‌মি‌টি‌কে জানানো হ‌য়ে‌ছে।

ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।