‘চলার পথে কাউকে উত্ত্যক্ত করি না, কেউ করলে তাকে ছাড়ি না’

প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ, মে ১০, ২০২৫

বিনোদন ডেস্ক:

 

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সময়ে শুরু হয় উত্তেজনা। এরপর প্রত্যাঘাত হিসেবে ‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তানে সরাসরি হামলা চালায় ভারত, আর সে থেকে দুই দেশের মাঝে এখন তীব্র উত্তেজনা।

তবে ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি পদক্ষেপের হাওয়া লেগেছে এই দুই দেশের শোবিজ অঙ্গনে। বিষয়টি নিয়ে যেমন পাকিস্তানের তারকা-নেটিজেনরা নিন্দা জানাচ্ছেন, অপরদিকে ভারতীয় তারকারা উল্লাস প্রকাশ করছেন। এমন সময়ে বলিউড অভিনেতা রণবীর সিং এর একটি পোস্ট নিয়ে চলছে নানা আলোচনা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অপারেশন সিঁদুর’ এর প্রশংসা করে একটি পোস্ট দিয়েছিলেন এই অভিনেতা। এরপর থেকেই তার মন্তব্য ঘরে নিন্দা জানাতে থাকে পাকিস্তানি নেটিজেনরা। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, তারই জবাব হিসেবে ইনস্টাগ্রাম স্টোরিতে আরও একটি পোস্ট করেন রণবীর সিং।

সেই পোস্টে হুঁশিয়ারি দিয়ে রণবীর লিখেছেন, ‘আমরা রাস্তায় চলার পথে কাউকে উত্ত্যক্ত করি না। তবে কেউ যদি উত্ত্যক্ত করে তাহলে আমরা তাকে ছাড়ি না।’ এর সাথে রণবীর সিং লিখেছেন – ‘আমাদের সশস্ত্র বাহিনীর সাহস এবং প্রধানমন্ত্রী মোদীর দৃঢ়তাকে স্যালুট।’