চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, মে ১০, ২০২৫

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় দায়ের হওয়া সীমা আক্তার হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মোহাম্মদ মাহামুদুল হক ওরফে করিমকে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাব।শুক্রবার (৯ মে) রাতে কক্সবাজারের পেকুয়া উপজেলার খিল্লাঘোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করিম পেকুয়ার বদিউদ্দিন পাড়ার বাসিন্দা।

র‍্যাব জানায়, গত ১৮ এপ্রিল সীতাকুণ্ড থানায় হত্যা মামলাটি দায়ের হয়। ঘটনার পর থেকে প্রধান আসামি মাহামুদুল পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় তিনি পেকুয়া এলাকায় অবস্থান করছেন। এরপর শুক্রবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সীমা হত্যা মামলার আসামি হিসেবে নিজের সংশ্লিষ্টতা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।