চট্টগ্রামে প্রাইম মুভার শ্রমিকদের কর্মবিরতি, কন্টেইনার পরিবহনে অচলাবস্থা
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি

চট্টগ্রাম প্রতিনিধি:
প্রাইম মুভার ও ট্রেইলারচালক-শ্রমিকদের ডাকা কর্মবিরতি সকাল থেকে চলছে। এতে চট্টগ্রাম বন্দর এবং বেসরকারি কন্টেইনার ডিপোগুলোর মধ্যে আমদানি ও রপ্তানি কন্টেইনার পরিবহন সকাল থেকে বন্ধ রয়েছে।বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৬টা থেকে কর্মবিরতি পালন করছেন তারা।
চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেইলার, কংক্রিট মিক্সার, ফ্ল্যাটবেড, ডাম্প ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাহী সভাপতি হুমায়ুন কবির জানান, ‘পূর্ব ঘোষণা অনুযায়ী শ্রমিকেরা কর্মসূচি পালন করছেন।’কর্মবিরতির ফলে চট্টগ্রাম বন্দর এবং বেসরকারি কন্টেইনার ডিপোগুলোর মধ্যে আমদানি ও রপ্তানি কন্টেইনার পরিবহন সকাল থেকে বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বেসরকারি ডিপো মালিকরা।
গতকাল বুধবার সন্ধ্যায় শহরের সল্টগোলা ক্রসিং এলাকায় ইউনিয়ন কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে ১২ ঘণ্টা ধর্মঘট কর্মসূচির ঘোষণা করা হয়।
হুমায়ুন কবির বলেন, মঙ্গলবার ইউনিয়ন সভাপতি সেলিম খান ও দুই শ্রমিককে পাহাড়তলী থানায় নিয়ে মারধর করা হয়। ওসির সরাসরি নির্দেশে থানার ভেতরে তিনজনকে নির্দয়ভাবে মারধর করা হয়। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।