গ্র্যান্ডমাস্টারকে রুখেও জিএম নর্ম মিস নীড়ের

প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, মে ১৫, ২০২৫

ক্রীড়া ডেস্ক :

সংযুক্ত আরব আমিরাতের আল আইন শহরে চলছে এশিয়ান ইনডিভিজুয়্যাল দাবা চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টটির ওপেন বিভাগে গতকাল রাতে অষ্টম রাউন্ডের খেলায় বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ও জাতীয় চ্যাম্পিয়ন মনন রেজা নীড় ইরানের গ্র্যান্ড মাস্টার ইদানি পোওয়ার সঙ্গে ড্র করেছেন। ২৬৩০ রেটিংধারী জিএমকে রুখলেও এই টুর্নামেন্ট থেকে কাঙ্ক্ষিত জিএম নর্ম পাচ্ছেন না নীড়।

গ্র্যান্ডমাস্টার নর্ম পেতে হলে নয় রাউন্ড শেষে পারফরম্যান্স রেটিং ২৬০০+ থাকতে হয়। কালকের ড্রয়ের পর নীড়ের রেটিং ২৫২৮। আজ শেষ রাউন্ডে চাইনিজ গ্র্যান্ডমাস্টারকে হারালেও ২৬০০ রেটিং অতিক্রম করবে না। ফলে এই টুর্নামেন্ট থেকে নীড়ের আর জিএম নর্ম পাওয়া সম্ভব নয় এমনটি নিশ্চিত করেছে বাংলাদেশ দাবা ফেডারেশন।

বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন নীড় এই টুর্নামেন্ট শুরুই করেছিল সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টারকে পরাজিত করে। চতুর্থ রাউন্ডে কাজাখস্তানের জিমকে রুখে দেন। চতুর্থ রাউন্ড পর্যন্ত তার পারফরম্যান্স রেটিং ২৬০০ প্লাস ছিল। পরবর্তী রাউন্ডগুলোতে তিনি আন্তর্জাতিক মাস্টারদের বিপক্ষে কাঙ্ক্ষিত জয়ের বিপরীতে ড্র ও এক রাউন্ডে হেরেও যান ৷ এতে পারফরম্যান্স রেটিং কমার পাশাপাশি টুর্নামেন্টের পয়েন্টও কমে। সাধারণত নয় রাউন্ডের খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট ও ২৬০০ পারফরম্যান্স রেটিং প্রয়োজন হয় জিএম নর্ম পেতে। আট রাউন্ড শেষে নীড়ের পয়েন্ট চার ও পারফরম্যান্স রেটিং ২৫২৮। গতকাল নীড় সাদা ঘুটি নিয়ে গ্র্যান্ড মাস্টার ইদানি পোওয়া সিসিলিয়ান ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ৩৮ চালের মাথায় ড্র করেন।

এই টুর্নামেন্টে খেলছেন দুই ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও সাকলাইন মোস্তফা সাজিদ। গতকাল বাংলাদেশের দুই ফিদে মাস্টার একে অন্যের মুখোমুখি হয়েছিলেন। তাহসিন সাকলায়েনকে পরাজিত করে ৮ খেলায় ৪ পয়েন্ট আর ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ৩ পয়েন্ট পেয়েছেন। মহিলা বিভাগে মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম অষ্টম রাউন্ডের খেলা শেষে সাড়ে তিন পয়েন্ট অর্জন করেছেন। অষ্টম রাউন্ডের খেলায় মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম মঙ্গোলিয়ার আন্তর্জাতিক মাস্টার নোমিন-এরদেনে দাভাডেমবেরেলের সাথে ড্র করেন।