গবেষণা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করলো বেক্সিমকো ফার্মা ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, মে ৮, ২০২৫

সানজিদা মাহবুবা:

 

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে উদ্ভাবনী গবেষণা ও কর্মজীবনে প্রবেশের ক্ষেত্রে যৌথভাবে কাজ করার পরিকল্পনা ঘোষণা করা হয়েছে।

গত সোমবার (৫ মে) চুক্তিটি স্বাক্ষরিত হয়। বেক্সিমকো ফার্মার চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর আব্দুল হান্নান চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটিতে স্বাক্ষর করেন। এই চুক্তির অধীনে নির্বাচিত এমফার্ম শিক্ষার্থীদের জন্য বেক্সিমকো ফার্মা আর্থিক সহায়তা ও বিশ্বমানের আর অ্যান্ড ডি ল্যাবরেটরি সুবিধা প্রদান করবে। এতে শিক্ষার্থীরা নির্দিষ্ট বিষয়ে থিসিস সম্পন্ন করতে পারবেন। বেক্সিমকো ফার্মার এই সহযোগিতা তরুণ গবেষকদের বিকাশ ও দেশের ওষুধ শিল্পে গবেষণামূলক কার্যক্রমকে উৎসাহিত করবে।

বেক্সিমকো ফার্মার চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা বলেন, ‘নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই অংশীদারিত্ব শিক্ষা ও শিল্প খাতের মধ্যে কোলাবোরেশন কার্যক্রমকে উৎসাহিত করবে। বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে ওষুধ শিল্পকে এগিয়ে নিতে এই ধরনের অংশীদারিত্ব খুবই কার্যকর।’

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর আব্দুল হান্নান চৌধুরী বলেন, ‘শিক্ষাক্ষেত্রে উৎকর্ষ সাধনে শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে গঠনমূলক অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের উদ্যোগ দেশের মেধাবী শিক্ষার্থীদের উদ্ভাবনী গবেষণা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার সুযোগ তৈরি করবে।’