গণপূর্তমন্ত্রীর নামে ফেসবুকে ভুয়া আইডি, থানায় জিডি

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ 

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর নাম, তথ্য ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি খুলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। গতকাল সোমবার রাজধানীর শাহবাগ থানায় এ বিষয়ে জিডি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।

এদিন সন্ধ্যায় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা সজিবুল হুদা মন্ত্রীর পক্ষে শাহবাগ থানায় এ জিডি করেন। এতে উল্লেখ করা হয়, অজ্ঞাতনামা কে বা কারা মাননীয় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মহোদয়ের নাম, তথ্য ও ছবি ব্যবহার করে ফেইসবুক আইডি খুলে বিভিন্ন ছবি পোস্ট করে যাচ্ছে।এতে মন্ত্রী এবং তার মন্ত্রণালয়ের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এ অবস্থায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।