এএফপির রিপোর্ট ফের যুদ্ধের শঙ্কা, ভয়-আতঙ্কে দিন কাটছে সীমান্তের ভারতীয়দের
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি

ডেস্ক রিপোর্ট:
ভারতের দাওকে গ্রামটি তিন দিক থেকে পাকিস্তান সীমান্ত দিয়ে ঘেরা। এখানে বাস করা ৬৫ বছরের হারদেব সিং জানেন, যুদ্ধের সময় কী করতে হয় — কারণ তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে একাধিক যুদ্ধের সাক্ষী।হারদেব স্মৃতিচারণ করেন, “১৯৯৯ আর ১৯৭১ সালের যুদ্ধের সময় আমরা নারীদের, শিশুদের, গবাদি পশু এবং বেশিরভাগ তরুণদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছিলাম। আমরা তখন নিজের জমিতেও যেতে পারিনি। গ্রামের বৃদ্ধরাই শুধু থাকতেন বাড়ি পাহারা দেওয়ার জন্য যাতে লুটপাট না হয়।”
ভারতের পাঞ্জাব রাজ্যের সীমান্তবর্তী গ্রামগুলোতে এখনো কোনো বড় পরিবর্তন হয়নি, তবে যুদ্ধের আশঙ্কায় গ্রামের মানুষের উদ্বেগ বাড়ছে। হারদেব বলছেন, “কাশ্মিরে নিরীহ মানুষের ওপর হামলা অত্যন্ত দুঃখজনক। কিন্তু যুদ্ধ শুরু হলে দুই দেশই বহু বছর পিছিয়ে যাবে এবং মানবিক ক্ষয়ক্ষতি আরও ভয়াবহ হবে।”দাওকে গ্রামে প্রায় ১৫০০ মানুষ বাস করে। গ্রামের পাশ দিয়ে কাঁটাতার ঘেরা সীমান্ত চলে গেছে, আর সেটি পাহারায় থাকে সেনারা।
৩৮ বছর বয়সী গুরুবিন্দর সিং স্মরণ করেন ১৯৯৯ সালের কারগিল যুদ্ধের সময়কার স্মৃতি। যদিও ওই সংঘর্ষ হিমালয়ের দুর্গম এলাকায় হয়েছিল, তবে পাঞ্জাবের সূর্যতপ্ত মাঠও বিপদ থেকে মুক্ত ছিল না।
গুরুবিন্দর বলেন, “আমাদের জমিতে মাইন পুঁতে দেওয়া হয়েছিল, ফলে আমরা মাঠে কাজ করতে পারিনি।”
তিনি আশা করছেন, যুদ্ধ নিয়ে নেতাদের উন্মাদ বিবৃতি যদি বাস্তব সংঘাতে পরিণত হয়, তবুও তাদের গ্রাম যেন শান্তিতে থাকে। তিনি বলেন, “আমরা মনে করি, আসল যুদ্ধ হিমালয় অঞ্চলেই হবে। আমাদের গ্রামে এখন পরিস্থিতি স্বাভাবিক।”
কাছাকাছি রাজতাল নামে আরেক সীমান্তবর্তী গ্রামে বসবাস করেন সরদার লাখা সিং। তার স্মৃতিতে এখনও ভেসে ওঠে সেই সময়, যখন কাঁটাতারের বেড়া ছিল না এবং কৃষকরা অবাধে ওপারের জমিতে গবাদি পশু চরাতেন।
৭৭ বছর বয়সী লাখা বলেন, “আমরা তখন ওপারের মাঠেও গবাদি পশু চরাতে যেতাম”। তবে এখন বিশেষ অনুমতি ছাড়া সীমান্তবর্তী জমিতে প্রবেশ করা যায় না এবং গেলেও সেনাদের সাথে নিয়ে যেতে হয়।
৬৫ বছরের কৃষক গুরুভিল সিং বলেন, “যখন-তখন জমিতে যেতে পারি না, ফলে চাষাবাদের সময় কমে গেছে।”
গত সপ্তাহে একটি গুজব ছড়িয়ে পড়ে, যাতে বলা হয় সীমান্তের কাছে কৃষকদের মাঠে যাওয়া নিষিদ্ধ করা হতে পারে। এতে সীমান্তবর্তী গ্রামগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গ্রামের সর্বজ্যেষ্ঠদের একজন সরদার লাখা সিং। তিনি তরুণদের আশ্বস্ত করে বলেন, “ভয় পাওয়ার কিছু নেই। যা হওয়ার তা হবেই। ১৯৬৫ আর ১৯৭১ সালের যুদ্ধও কোনও সতর্কতা ছাড়া হঠাৎ শুরু হয়েছিল।”
৩৫ বছর বয়সী গুরুবিন্দর সিং বলেন, তিনি এই কথা মনে রাখার চেষ্টা করছেন। তিনি বলেন, “এখনকার যুদ্ধ হবে উচ্চপ্রযুক্তির, অতীতের মতো সরাসরি দখল বা তরবারির লড়াই হবে না। যদি যুদ্ধ হয়, তা পুরো দেশের জন্যই হবে, শুধু সীমান্তের জন্য নয়।”