‘আমরা কৃষক লিগ, কিন্তু ফাইনালে’—ট্রলকারীদের এনরিকের খোঁচা

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, মে ৮, ২০২৫

ক্রীড়া ডেস্ক:

 

ফুটবল বিশ্বে ‘কৃষক লিগ’—এই ব্যঙ্গাত্মক নামে ডাকা হয় ফ্রান্সের লিগ ওয়ানকে। ইউরোপের অন্যান্য শীর্ষ লিগের তুলনায় কম প্রতিযোগিতাপূর্ণ বলে কেউ কেউ এই অপবাদ দেন। তবে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আর্সেনালকে হারিয়ে ফাইনালে উঠে সেই ব্যঙ্গাত্মক তকমা নিয়ে মজার ছলে জবাব দিলেন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) কোচ লুইস এনরিকে।

এনরিকে টিএনটি স্পোর্টসকে বলেন, ‘কৃষক লিগ, তাই না? হ্যাঁ, আমরা আসলেই কৃষকদের লিগ।’

তবে শুধু ঠাট্টাতেই থেমে থাকেননি তিনি। লিগ ওয়ানকে হালকা করে দেখা যারা অভ্যস্ত, তাদের উদ্দেশে জানান, এই মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের চারটি শীর্ষ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে পিএসজি। ম্যানচেস্টার সিটি, লিভারপুল, অ্যাস্টন ভিলা এবং সর্বশেষ আর্সেনাল।

এনরিকে বলেন, ‘যাই বলুক, এটা খারাপ লাগছে না। আমরা ফলাফল উপভোগ করেছি এবং সবাই আমাদের প্রশংসা করছে। বিশেষ করে আমাদের মানসিকতা ও খেলার ধরণ নিয়ে। খুব ভালো লাগছে।’

সেমিফাইনালের দুই লেগ মিলিয়ে ৩-১ গোলে আর্সেনালকে হারিয়েছে পিএসজি। প্রথম লেগে এমিরেটসে ১-০ গোলে জয়ের পর ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে ২-১ ব্যবধানে জেতে তারা। ফাবিয়ান রুইজ ও আশরাফ হাকিমির গোলে জয় নিশ্চিত করে ফরাসি জায়ান্টরা। আর্সেনালের হয়ে একমাত্র গোলটি করেন বুকায়ো সাকা।

ম্যাচ শেষে আর্সেনাল কোচ মিকেল আর্তেতা বলেছিলেন, তার দল জয়ের যোগ্য ছিল। এনরিকে তা নাকচ করে বলেন, ‘আর্তেতা আমার ভালো বন্ধু। তবে আমি তার সঙ্গে একমত নই। দুই লেগে আমরাই বেশি গোল করেছি, আর সেটাই আসল বিষয়। আর্সেনাল ভালো খেলেছে, আমরা ভুগেছি। কিন্তু ফাইনালে যাওয়ার যোগ্য দল আমরাই।’