আনচেলত্তির কোচ হওয়া মেনে নিতে পারছেন না প্রেসিডেন্ট লুলা

প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, মে ১৪, ২০২৫

ক্রীড়া ডেস্ক:

 

ব্রাজিল ফুটবল কনফেডারেশন অনেক চেষ্টা করে কার্লো আনচেলত্তিকে জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দিলেও, বিষয়টি ভালোভাবে গ্রহণ করেননি দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তার মতে, ব্রাজিলের মতো ফুটবল ঐতিহ্যবাহী দেশের জন্য বিদেশি কোচের প্রয়োজন নেই।

ইতিহাস ঘেঁটে দেখা যায়, ১৯৬৫ সালের পর প্রথমবারের মতো কোনো বিদেশি কোচের দায়িত্ব নিচ্ছেন আনচেলত্তি। কেন তাকে বেছে নেওয়া হয়েছে, সেটি অনেকেরই জানা। তবে লুলার আপত্তি দেশের কোচদের প্রতি আস্থা নিয়ে। চীনে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি তার (আনচেলত্তি) বিরুদ্ধে নই। কিন্তু আমি বিশ্বাস করি, ব্রাজিল জাতীয় দল পরিচালনার জন্য আমাদের দেশের কোচরাই যথেষ্ট যোগ্য।’

প্রখ্যাত ফুটবলপ্রেমী হিসেবে পরিচিত লুলা এর আগেও আনচেলত্তির নিয়োগ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। ২০২৩ সালে তিনি মন্তব্য করেছিলেন, ‘সে কখনো নিজ দেশের (ইতালি) কোচ হতে পারেনি, যে দেশ ২০২২ বিশ্বকাপেই কোয়ালিফাই করতে পারেনি। তাহলে সে আমাদের সমস্যার সমাধান করবে কীভাবে?’

তবে সমালোচনার মাঝেও আনচেলত্তির কৌশলগত দক্ষতাকে স্বীকৃতি দিয়েছেন লুলা। তাকে ‘গ্রেট টেকনিশিয়ান’ আখ্যা দিয়ে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বে উত্তরণ এবং সম্ভব হলে শিরোপা জয়ে তার ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেছেন।

বর্তমানে বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে চতুর্থ স্থানে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ১৪ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ২১ পয়েন্ট। তাদের উপরে অবস্থান করছে আর্জেন্টিনা, উরুগুয়ে ও ইকুয়েডর। মূল পর্বে জায়গা করে নিতে শীর্ষ ছয়ে থাকাটা জরুরি ব্রাজিলের জন্য।