আদালতে পুলিশকে ফাঁকি দিয়ে পালানো হত্যা মামলার আসামি গ্রেপ্তার
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম আদালতে পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়া দুই আসামির মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে নগরের খুলশী থানার তুলাতুলি রেললাইন সংলগ্ন একটি কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি ইকবাল হোসেন ওরফে ইমন (২৮) লোহাগাড়া থানার একটি হত্যা মামলার আসামি। তিনি উপজেলার উত্তর কলাউজান সিকদার পাড়ার বাসিন্দা মো. ইউনুসের ছেলে।
মঙ্গলবার বিকেলে আদালতের হাজতখানা থেকে কারাগারে নেওয়ার জন্য প্রিজনভ্যানে তোলার আগে পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যায় ইকবাল হোসেন ও আনোয়ার হোসেন। তাদের মধ্যে আনোয়ার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজি মালেক ড্রাইভারের বাড়ির কামাল উদ্দিনের ছেলে। তিনি সীতাকুণ্ড থানায় দায়ের হওয়া একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। দুজনকেই মঙ্গলবার মামলার নিয়মিত হাজিরা দেওয়ার কারাগার থেকে আদালতে তোলা হয়েছিল।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বলেন, পলাতক দুই আসামির মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি আরেকজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।