
বিনোদন ডেস্ক:
ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই ‘অপারেশন সিঁদুর’-এর সমর্থনে ভারতীয় সেনাবাহিনীকে সমর্থন জানালেও সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষের শিকার হতে হয় বলিউড অভিনেত্রী হিনা খানকে। সেই সঙ্গে গালিসহ তাকে দেওয়া হয় হুমকি। এবার সে বিষয় নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন হিনা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, “আমার জীবনে আমি সবসময় সীমান্তের ওপার থেকে স্নেহ পেয়েছি। কিন্তু যখন আমি ‘অপারেশন সিঁদুর’-এর আগে ও পরে আমার দেশকে সমর্থন জানালাম, তখন অনেকেই আমাকে গালি দিল, অভিশাপ দিল এবং আনফলো করল। আরও অনেকে আনফলো করার হুমকি দিচ্ছে। শুধু আমাকেই নয়, এই ঘৃণা আমার শারীরিক অসুস্থতা, আমার পরিবার এবং আমার ধর্মকেও লক্ষ্য করে ছোঁড়া হয়েছে।”
তিনি আরও লেখেন, “আমি তোমাদের আমার দেশকে সমর্থন করতে বলছি না। তোমরা তোমাদের দেশকে ভালোবাসো, সেটাই স্বাভাবিক। আমি শুধু আশা করেছিলাম, তোমরা মানুষ হিসেবে অন্তত আমার মতো আচরণ করবে। কিন্তু মনে হয়, এটাই পার্থক্য।”
সোজাসাপ্টা ভাষায় তিনি বলেন, ‘আমি যদি ভারতীয় না হই, তাহলে আমি কিছুই না। আমি প্রথমে এবং সর্বদা একজন ভারতীয়। তাই, এগিয়ে যাও— আমাকে আনফলো করো, আমি চিন্তিত নই। আমি কাউকে গালি দিইনি বা অভিশাপ দিইনি। আমি শুধু আমার দেশকে সমর্থন করেছি।’
হিনার ভাষ্য, ‘তোমরা কী বল- সেটা তোমাদের পরিচয় দেয়। তোমরা কী বেছে নাও- সেটাও তোমাদের মতাদর্শের পরিচয় দেয়। এর সঙ্গে আমার কিছুই করার নেই। যাই হোক না কেন, আমি আমার দেশকেই সমর্থন করব। জয় হিন্দ।” সূত্র: এনডিটিভি।