অনলাইন প্রতারণা ঠেকাতে গুগলের নতুন এআই সমাধান
ক্রোমে ‘জেমিনি ন্যানো’

ডেস্ক রিপোর্ট:
অনলাইন প্রতারণা দমন করতে আরও একধাপ এগিয়ে গেল গুগল। প্রতিষ্ঠানটি তাদের জনপ্রিয় ব্রাউজার ক্রোমের ডেস্কটপ সংস্করণে যুক্ত করেছে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ভাষা মডেল ‘জেমিনি ন্যানো’।
গুগলের ভাষ্য, এই নতুন এআই প্রযুক্তি প্রতারণামূলক ওয়েবসাইট দ্রুত ও কার্যকরভাবে শনাক্ত করতে সক্ষম হবে। ফলে আগে কখনো না দেখা নতুন ধরনের স্ক্যামও সহজেই ধরা পড়বে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভবিষ্যতে অ্যান্ড্রয়েড সংস্করণেও এ প্রযুক্তি চালু করা হবে।
জেমিনি ন্যানোর একটি বড় বৈশিষ্ট্য হলো, এটি জটিল ও বিভ্রান্তিকর ওয়েব কনটেন্ট বিশ্লেষণ করে প্রতারণার কৌশল বুঝে ব্যবস্থা নিতে পারে। এর ফলে শুধু পরিচিত প্রতারণা নয়, বরং উদ্ভাবনী কৌশলে গড়া নতুন স্ক্যামও রোধ করা সম্ভব হবে।
গুগলের তথ্যমতে, ইতোমধ্যে জেমিনি ন্যানোর সাহায্যে ‘ভুয়া প্রযুক্তি সহায়তা’ বিষয়ক প্রতারণা শনাক্ত ও রোধ করা হচ্ছে। শিগগিরই ব্যবহারকারীদের সতর্ক করতে এআইভিত্তিক অ্যালার্ট চালু করা হবে। যখন ক্রোমের অন-ডিভাইস মেশিন লার্নিং মডেল কোনো সন্দেহজনক নোটিফিকেশন শনাক্ত করবে, তখন ব্যবহারকারীর পর্দায় একটি সতর্কবার্তা ভেসে উঠবে। ব্যবহারকারী চাইলে সেই সাইট থেকে ভবিষ্যতে কোনো নোটিফিকেশন না পেতে আনসাবস্ক্রাইব করতে পারবেন। তবে কেউ যদি মনে করেন যে সতর্কবার্তা ভুলভাবে দেখানো হয়েছে, তাহলে তিনি আবারও সেই সাইটের নোটিফিকেশন চালু করতে পারবেন।
এআই ব্যবহার করে অনলাইন প্রতারণা দমন গুগলের জন্য নতুন কিছু নয়। প্রতিদিন গুগল সার্চে বিপুল পরিমাণ স্ক্যাম ফলাফল ফিল্টার করে সরিয়ে দেওয়া হয় কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে। গুগলের দাবি, এআই প্রযুক্তি দিয়ে ওয়েবের বিশাল তথ্যভান্ডার বিশ্লেষণ করে প্রতারণামূলক প্রচেষ্টা আগেভাগেই চিহ্নিত করা সম্ভব হচ্ছে।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, সম্প্রতি ওয়েবসাইটে বিমান সংস্থার গ্রাহকসেবার নাম ব্যবহার করে প্রতারণার ঘটনা বাড়ছে। তবে জেমিনি ন্যানোর মতো উন্নত এআই ব্যবহারে এ ধরনের প্রতারণা ৮০ শতাংশ কমিয়ে আনা গেছে। পাশাপাশি স্ক্যাম সাইট শনাক্তের হার ২০ গুণ বেড়েছে বলেও জানানো হয়েছে।