জনতার পিটুনিতে নিহত সেলিম খানের সেই অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৪

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বালুখেকো নামে পরিচিত চেয়ারম্যান সেলিম খানের লুট হওয়া অস্ত্রটি উদ্ধার করেছে যৌথ বাহিনী। গত ৫ আগস্ট জনতার পিটুনিতে নিহত হওয়ার সময় অস্ত্রটি তাঁর সঙ্গে ছিল। ঘটনার পর থেকে অস্ত্রটি খোঁজা হচ্ছিল। গতকাল মঙ্গলবার রাতে চাঁদপুর সদর থানায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।

পুলিশ সুপার বলেন, চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নের সাপদি গ্রামের নোয়ারাজা জমাদারের বাড়ির রাস্তার পাশে বাঁশঝাড় থেকে মঙ্গলবার সন্ধ্যায় ৯ এমএম পিস্তলটি উদ্ধার করা হয়। এর সঙ্গে ১টি ম্যাগাজিনসহ ৬ রাউন্ড গুলি ও অস্ত্রের কভার ছিল। যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্রটির দাম ৫ লাখ টাকার বেশি। পুলিশ সুপার জানান, পরে থানায় রক্ষিত পাবলিক গান রেজিস্টার যাচাই-বাছাই করে উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি সেলিম খানের বলে নিশ্চিত হওয়া যায়। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশ সুপার আরও বলেন, জেলায় লাইসেন্স করা ৮৪টি অস্ত্রের মধ্যে আগেই ৮৩টি উদ্ধার করা হয়েছে। এটি বাকি ছিল। ঘটনার প্রায় আড়াই মাস পরে যৌথ বাহিনীর অভিযানে সেলিম খানের অস্ত্রটিও উদ্ধার হলো।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর চাঁদপুর ক্যাম্পের দায়িত্বরত লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় প্রমুখ।