আবাসিক হোটেল থেকে বিআইডব্লিউটিসি কর্মকর্তার লাশ উদ্ধার
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি

হাবিবা ইসলাম
রাজধানীর নয়াপল্টনের একটি আবাসিক হোটেল থেকে বিআইডব্লিউটিসির এক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আব্বাস উদ্দিন (৫৫)। নয়া পল্টনের ভিআইপি রোডের ‘হোটেল দ্য ক্যাপিটাল’ এর ৩০৪ নম্বর কক্ষে ছিলেন তিনি।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে ওই কক্ষের দরজা ভেঙে টয়লেট থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার বাড়ি কুমিল্লার মুরাদনগরে।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, আব্বাস উদ্দিন গত ১৩ জানুয়ারি ওই হোটেলে ওঠেন। মঙ্গলবার দুপুরে তার হোটেল ছাড়ার কথা ছিল। কিন্তু তিনি হোটেল ছাড়েননি। এমনকি কক্ষে তার কোনো সাড়াশব্দও পাওয়া যাচ্ছিল না। পরে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ দরজা ভেঙে বাথরুমে তার লাশ দেখতে পায়।
বিআইডব্লিউটিসি’র জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম মিশা জানান, আব্বাস উদ্দিন চট্টগ্রাম সদরঘাটে বিআইডব্লিউটিসির নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে ছিলেন।