
ক্রীড়া ডেস্ক:
চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) হান দিয়েছেন করোনা। হায়দারাবাদের অস্ট্রেলিয়ান ব্যাটার ট্রাভিস হেড করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর কারণে লখনউয়ের বিপক্ষে খেলতে পারবেন না তিনি। শুধু তাই নয়, দলের সঙ্গে ভেন্যুতেও যেতে পারবেন না হেড। এমনটা জানিয়েছেন হায়দরাবাদের কোচ ড্যানিয়েল ভেট্টোরি।
ভেট্টোরি বলেছেন, ‘হেড কোভিড-১৯ আক্রান্ত হয়েছে। তাই সে যেতে পারছে না। আশা করি পরের ম্যাচেই তাকে পাওয়া যায়। তবে পুরোপুরি সুস্থ হয়ে উঠছে কি না এবং খেলার মতো অবস্থায় রয়েছে কি না সেটা আগে দেখতে হবে।’
গতবারের ফাইনালিস্ট হায়দরাবাদ ইতোমধ্যেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে। লখনউয়ের বিপক্ষে তাদের মানরক্ষার লড়াই। অন্যদিকে, ঋষভ পন্থদের টিকে থাকার লড়াই। তারা সব ম্যাচ জিতলে ১৬ পয়েন্টে পৌঁছতে পারে। তাতেও প্লে-অফ নিশ্চিত হবে এমনটা বলা যাচ্ছে না।