নুসরাত ফারিয়ার গ্রেপ্তারে প্রতিক্রিয়া ব্রিটিশ সাংবাদিকের

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, মে ১৯, ২০২৫

বিনোদন ডেস্ক:

 

অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান। তিনি বলেছেন, ‘অন্তর্র্বতী সরকার এখন নৈতিক ও রাজনৈতিক দিকনির্দেশনায় হিমশিম খাচ্ছে।’

রোববার (১৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ডেভিড বার্গম্যান লেখেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করা নুসরাত ফারিয়ার গ্রেপ্তার গভীর উদ্বেগজনক।’

তিনি বলেন, ‘এখন এমন এক পর্যায়ে এসে পৌঁছেছি যেখানে আওয়ামী লীগের সাধারণ সমর্থক হওয়া কিংবা দলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ থাকটাই কাউকে লক্ষ্যবস্তুতে পরিণত করার জন্য যথেষ্ট। বাংলাদেশ এমন ব্যক্তিরা এখন আর নিজেদের নিরাপদ ভাবতে পারছেন না। কারণ, ভিত্তিহীন অভিযোগে যেকোনো সময় গ্রেপ্তারের আশঙ্কা বাস্তব হয়ে উঠেছে।’

ডেভিড বার্গম্যান আরও বলেন, ‘দেশের নতুন তথাকথিত ‘সিভিল সোসাইটি’ এখন আর সুবিচার বা ন্যায্য প্রক্রিয়া নিয়ে মাথা ঘামায় না। তারা প্রতিশোধ নেওয়ার মনোভাবেই ব্যস্ত। মৌলিক মানবাধিকার রক্ষার জন্য আর কোনো বড় রাজনৈতিক শক্তিও অবশিষ্ট নেই।’

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এটি ন্যায়বিচার নয়। দায়বদ্ধতার পোশাক পরে হাজির হওয়া প্রতিশোধ। এটি আইনের শাসনে বিশ্বাসী যেকোনো মানুষের জন্যই ভয়াবহ সংকেত, তারা যে আদর্শেই বিশ্বাস করুক না কেন।’

উল্লেখ্য, রোববার (১৮ মে) সকালে থাইল্যান্ডে যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে। পরে তাকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে নেওয়া হয়।

এর আগে, গত ২৯ এপ্রিল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এক হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়াসহ ১৭ জন শিল্পীর নাম অন্তর্ভুক্ত করা হয়। মামলার বাদী এনামুল হক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৮৪ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩০০-৪০০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে এজাহার দায়ের করেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়, নুসরাত ফারিয়া ছিলেন ক্ষমতাসীন দলের পক্ষে অভিযানে অর্থায়নকারী অন্যতম ব্যক্তিত্ব। তার সঙ্গে এই মামলায় নাম রয়েছে অভিনেত্রী অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আশনা হাবিব ভাবনা, জায়েদ খান, সুবর্ণা মুস্তাফা, রোকেয়া প্রাচী, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, সাইমন সাদিক ও আজিজুল হাকিমের।