কলকাতা পুলিশের কড়া নজরদারি পাকিস্তানের পতাকা বিক্রি করছে কারা? তথ্য সংগ্রহের নির্দেশ

প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, মে ১৯, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

কাশ্মিরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের পতাকা তৈরি, বিক্রি এবং ক্রয়-বিক্রয়ের ওপর কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা।

সম্প্রতি বডিগার্ড মাসিক ক্রাইম মিটিংয়ে থানাগুলোকে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়। খবর- হিন্দুস্থান টাইমস

মনোজ ভার্মা জানিয়েছেন, শহরে যারা পাকিস্তানের পতাকা তৈরি বা বিক্রি করছেন এবং যারা সেই পতাকা কিনছেন, তাদের সঠিক তথ্য থানাগুলোকে সংগ্রহ করতে হবে। ক্রেতাদের উদ্দেশ্য ও অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্যও দিতে হবে।

বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে কড়াকড়ি, ক্ষতির মুখে পড়বে ভারত নিজেও
পাকিস্তানের হামলায় ভারতের সীমান্ত এলাকায় ১০ হাজারেরও বেশি বাড়ি ধ্বংস
কাশ্মিরে সীমান্তের কাছে সেনা চৌকিতে গুলিতে ভারতীয় সৈন্য নিহত
সম্প্রতি পেহেলগাঁও হামলার ঘটনার পর বনগাঁয়ে পাকিস্তানের পতাকা ব্যবহার করে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হয়েছিল। সেই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এমন পরিস্থিতি যাতে কলকাতায় না ঘটে, সে জন্য আগাম সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

 

এদিকে ই-কমার্স সংস্থাগুলো অনলাইনে পাকিস্তানের পতাকা বিক্রি করছিল বলে অভিযোগ ওঠে। ব্যবসায়ীদের সর্বভারতীয় সংগঠন কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স বিষয়টি নিয়ে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এবং ক্রেতাসুরক্ষা মন্ত্রী প্রহ্লাদ যোশীকে চিঠি পাঠায়। এরপরই কেন্দ্রীয় সরকার সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সচেতন করে।

পাকিস্তানের পতাকা ব্যবহার করে কেউ যেন অশান্তি, ঘৃণা কিংবা সাম্প্রদায়িক হিংসায় ইন্ধন জোগাতে না পারে, সেজন্যই এই পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিশ।