সাত বছরে ‘সারা’ লাইফস্টাইল

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, মে ১৮, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক:

 

সাত বছরের পথচলা পূর্ণ করল লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’। ২০১৮ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যে ফ্যাশনপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছে। সাশ্রয়ী দামে গুণগত পোশাক বিক্রি করার লক্ষ্য নিয়ে ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করে স্নোটেক্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ‘সারা’ লাইফস্টাইল। আজ দেশজুড়ে ক্রেতাদের কাছে একটি জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নির্দিষ্ট সময়ের জন্য সারা আয়োজন করেছে পিকচার কনটেস্ট, বাই ওয়ান গেট ওয়ান অফার এবং কুইজ প্রতিযোগিতা।

পিকচার কনটেস্টে সারা’র ফেসবুক পেজে ব্র্যান্ডটির পোশাক পরে ছবি আপলোড করে যে কেউ অংশ নিতে পারবে এবং জিতে নিতে পারবে আকর্ষণীয় পুরস্কার। এছাড়া ন্যূনতম এক হাজার টাকার কেনাকাটায় নির্দিষ্ট একটি পণ্য দ্বিতীয়বার মাত্র সাত টাকায় কেনার সুযোগ থাকবে বাই ওয়ান গেট ওয়ান অফারে। কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়েও গ্রাহকরা জিতে নিতে পারবেন দারুণ সব পুরস্কার।

এছাড়াও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ব্র্যান্ডটি রাজধানীর গুলশানের কদমতলী লেকের পাড়ে ৭০০ গাছ রোপণ করেছে। কর্তৃপক্ষ বিশ্বাস করে, এই উদ্যোগ প্রাণ-প্রকৃতি ও পরিবেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার করেছে প্রতিষ্ঠানটি।

স্নোটেক্স গ্রুপ ও সারা লাইফস্টাইলের পরিচালক শরিফুন রেবা বলেন, ‘সাত বছরের এই পথচলায় আমরা আমাদের গ্রাহক, অংশীদার ও টিমের কাছে ঋণী। সবার ভালোবাসা ও সমর্থন আমাদের প্রতিটি পদক্ষেপে অনুপ্রেরণা জুগিয়েছে। সামনে আরও ভালো কিছু করার চেষ্টা অব্যাহত থাকবে।’

প্রসঙ্গত, স্নোটেক্স গ্রুপের লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ কাজ শুরু করেছে ২০১৮ সালের মে মাস থেকে। ঢাকার মিরপুর-৬-এ অবস্থিত ‘সারা’র প্রথম আউটলেট নিয়ে কাজ শুরুর পর বসুন্ধরা সিটির লেভেল-১, ব্লক-এ-এর ৪০ এবং ৫৪ নম্বর শপটি ছিল ‘সারা’র দ্বিতীয় আউটলেট। ধীরে ধীরে আউটলেট সারাদেশে সম্প্রসারণ করা হয়। সারার সর্বশেষ আউটলেট নারায়ণগঞ্জে। এছাড়াও খুব শীঘ্রই খুলনা শহরের শিববাড়ী মোড়ে সারা’র আরও একটি নতুন আউটলেট চালু হতে যাচ্ছে।