
নিজেস্ব প্রতিবেদক:
বল বীর- আমি চির-উন্নত শির! – এই একটি লাইন দিয়েই যিনি প্রতিটি বাঙালির শিরে ঠাঁই করে নিয়েছেন, অধিকার করেছেন আমাদের মন ও মননকে, শাণিত করে চলেছেন বাঙালির চেতনাবোধ, তিনি কবি কাজী নজরুল ইসলাম। নজরুল যেমন আমাদের বিদ্রোহে আছেন, একই সাথে আছেন প্রেমের অনুভবেও। তার কবিতায় তিনি ঘোষণা করে গেছেন – মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী, আর হাতে রণ-তুর্য্য। সুতরাং যতদিন বাঙালির বুকে প্রেম আর দ্রোহের অনুভব বিদ্যমান আছে, ততদিন নজরুলকে আমরা উদযাপন করব আমাদের গৌরবে।
কবি কাজী নজরুলের জন্মোৎসবে সেই গৌরব উদযাপনের আকাঙ্ক্ষা নিয়েই দেশের শীর্ষস্থানীয় দেশীয় পোশাক প্রস্তুতকারী ব্র্যান্ড ‘রঙ বাংলাদেশ’ তাদের পোশাকে নজরুলের চেতনা সমৃদ্ধ কবিতার লাইন ব্যবহার করে কবিকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছে আর আমাদেরকেও এই উদযাপনে সামিল হতে যেন উদ্বুদ্ধ করে তোলার আয়োজন সম্পন্ন করেছে। সেই লক্ষ্যে রঙ বাংলাদেশের আউটলেটগুলোতে প্রবেশ করলেই পাওয়া যাবে কবির কবিতা সংবলিত টিশার্ট, শাড়ি, পাঞ্জাবি। যারা নজরুল জন্মোৎসবের উদযাপন প্রিয় মানুষটিকে সাথে নিয়ে উপভোগ করতে চান তাদের জন্যে রয়েছে শাড়ি ও পাঞ্জাবির ম্যাচিং কাপল সেট।
বরাবরের মতোই রঙ বাংলাদেশ এবারও মনোযোগী ছিল সূতা, রঙ আর সেইলাইয়ের উন্নতমানটি ধরে রাখতে। ভুলে যায়নি আরাম ও স্বস্তির ব্যাপারটিও। নজরুলকে নিয়ে পোশাকের এই সমাহার গ্রাহককে সন্তুষ্ট করে তুলতে সক্ষম হবে এমন আশা সংশ্লিষ্টদের।
ঢাকা ও ঢাকার বাইরের সকল আউটলেটেই পাওয়া যাবে কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী আয়োজনের পোশাক। নজরুল জন্মোৎসব আয়োজনকে ঘিরে যেকোন অনুষ্ঠান বা আয়োজনের জন্য সবাই মিলে একই রকম পোশাক পরতে পাইকারি দামেও পাওয়া যাবে রঙ বাংলাদেশ এর পোশাক। চাইলে ঘরে বসেও কেনাকাটা করতে পারেন প্রতিষ্ঠানটির ই-কমার্স সাইট থেকে।