
ডেস্ক রিপোর্ট:
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে ২০২৬ সাল থেকে ১৮ বছরের নিচে শিশুদের জন্য বিনামূল্যে গণপরিবহন চালু করার ঘোষণা দেওয়া হয়েছে। রাজ্যের শক্তিশালী ট্রেন, ট্রাম ও বাস ব্যবস্থা এবার আরও সহজ ও সুবিধাজনক করতে এই পদক্ষেপ নিয়েছে সরকার।
২০২৫-২৬ অর্থবছরের বাজেটে জানানো হয়, চার বছরে ৩১৮ মিলিয়ন ডলার বিনিয়োগ করে ২০২৬ সালের জানুয়ারি থেকে এই সুবিধা কার্যকর করা হবে।
রাজ্যের প্রধান জাসিন্টা অ্যালান বলেন, এই উদ্যোগের ফলে প্রতিটি শিশুর ক্ষেত্রে বছরে পরিবারের খরচ প্রায় ৭৫৫ ডলার পর্যন্ত কমবে। যদি কোনো পরিবারের তিনটি শিশু থাকে, তাহলে এই সাশ্রয় হবে প্রায় ২,২৬৫ ডলার।বিনামূল্যে যাতায়াতের জন্য শিশুদের একটি নতুন, স্বতন্ত্র রঙের যুব মাইকি কার্ড এর জন্য আবেদন করতে হবে। এই কার্ডের মাধ্যমে যাত্রা সংক্রান্ত তথ্য সংগ্রহ করে ভবিষ্যতের সেবা উন্নয়নের পরিকল্পনা করা যাবে।বিনামূল্যে যাতায়াতের জন্য শিশুদের একটি নতুন, স্বতন্ত্র রঙের যুব মাইকি কার্ড এর জন্য আবেদন করতে হবে। এই কার্ডের মাধ্যমে যাত্রা সংক্রান্ত তথ্য সংগ্রহ করে ভবিষ্যতের সেবা উন্নয়নের পরিকল্পনা করা যাবে।প্রাদেশিক এ অঞ্চলে ২০২৩ সালে ভাড়া ছিল দিনে সর্বোচ্চ ১১ ডলার।
জীবনযাত্রার খরচ বাড়ার প্রেক্ষিতে পরিবারগুলোকে স্বস্তি দিতে এই পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। এ নিয়ে অ্যালান বলেন, আমাদের বাজেটের মূল লক্ষ্য কর্মরত পরিবার ও ব্যক্তিদের সাহায্য করা, যারা জীবনযাত্রার খরচের চাপের মধ্যে আছেন।
যদিও, আগামী বছর বাজেটের সম্পূরক বা স্বাভাবিক অবস্থায় ফিরতে কিছুটা বিলম্ব হতে পারে বলেও তিনি আভাস দিয়েছেন।
অর্থনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, চলতি অর্থবছরে রাজ্যের ঋণ ১৮৭.৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। ঋণসেবা ব্যয় দাঁড়াতে পারে দৈনিক ২৫ মিলিয়ন ডলার। এমন পরিস্থিতিতে এই প্রকল্পের জন্য অর্থের সংস্থান কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা।
নতুন উদ্যোগকে স্বাগত জানালেও রাজ্যের সাধারণ মানুষের মধ্যে আশঙ্কা রয়েছে, পরিকল্পনা বাস্তবায়নের পথে অর্থনৈতিক বাধাগুলো কেমন হবে। বিনামূল্যে পরিবহন প্রকল্পের জন্য অর্থের জোগান কীভাবে তা দেখার অপেক্ষায় রয়েছে রাজ্যের সাধারণ মানুষ।