
খুলনা প্রতিনিধি:
তীব্র গরমে ঘামে ভিজে গেছে শরীর। এর মধ্যে সারা শরীরে ধান দিয়ে তৈরি পোশাক পরে স্লোগান দিচ্ছেন এক ব্যক্তি। তাকে ঘিরে আছেন বিএনপির নেতাকর্মীরা। কেউ ছবি তুলছেন, কেউ ফেসবুকে লাইভ করছেন। উৎসাহের কমতি নেই কারও। ধানের তৈরি পোশাক পরা ব্যক্তির নাম ইউনুচ হাওলাদার। বাড়ি পটুয়াখালী জেলার দুমকী উপজেলায়।
খুলনার সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে যোগ দিতে আজ শনিবার সকালে খুলনায় এসেছেন তিনি। দুপুর ১২টায় ধানের শীষ তৈরি পোশাক জড়িয়ে হাজির হয়েছেন সমাবেশস্থলে।
ইউনুচ হাওলাদার সমকালকে জানান, গতবছর ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এ পর্যন্ত ২০টি সমাবেশে ধানের তৈরি পোশাক গায়ে যোগ দিয়েছেন। গরমে কষ্ট হলেও নেতাকর্মীদের উৎসাহ দেখে আনন্দ পান তিনি।
২০১৮ সালের আগ পর্যন্ত রাজধানীর শ্যামনগর থানা শ্রমিক দলের প্রচার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন ইউনুচ। ৬ মামলা মাথায় নিয়ে গ্রামের বাড়ি পটুয়াখালী চলে যান। সেখানে অটোরিকশা চালিয়ে সংসার চলে তার। তবে তার আগ্রহ বিএনপির রাজনীতি করা। দেশের যে কোনো জেলায় বড় সমাবেশ হলেই দেখা মেলে তার। ধানের শীষ কেটে কেটে তিনি নিজেই এই পোশাক তৈরি করেছেন।
সমাবেশস্থলে গিয়ে দেখা গেছে, ইউনুচ হাওলাদারকে ঘিরে আছেন নেতাকর্মীরা। সবাই ছবি ও সেলফি তোলায় ব্যস্ত। সামাজিক যোগযোগ মাধ্যমের কনটেন্ট ক্রিয়েটর, সংবাদকর্মীদেরও আগ্রহের কেন্দ্রে তিনি।
ইউনুচ হাওলাদার জানান, দলের প্রতি ভালোবাসা থেকেই তিনি বড় সমাবেশগুলোতে এভাবে সাজেন। সমাবেশের জেলায় আসা-যাওয়া এবং পোশাকের খরচ তিনি নিজেই বহন করেন। তিনি বলেন, ‘বিএনপির রাজনীতি করতে গিয়ে মামলা খেয়েছি, ঢাকা থেকে পালিয়ে বাড়ি চলে যেতে হয়েছে। সেখানেও স্থানীয়রা নির্যাতন করেছে। পালিয়ে অনেক রাত ধানক্ষেতে কাটিয়েছি। এখন দলের দুঃসময় কেটে গেছে। ভালোবাসা থেকেই সমাবেশ হলেই ছুটে যাই।’