
নিজেস্ব প্রতিবেদক:
জুমার নামাজ চলাকালে দুটি মসজিদের সামনে থেকে চারটি মোটরসাইকেল চারটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ মে) মেহেরপুরের গাংনী উপজেলার গাংনী উত্তর পাড়া ও পৌর মসজিদে জুমার নামাজের সময় এ ঘটনা ঘটে।
গাংনী থানার ওসি বানী ইসরাইল এ তথ্য নিশ্চিত করেছেন।
চুরি যাওয়া মোটরসাইকেলের মালিকরা হলেন- গাংনী পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ড বাগানপাড়ার সোলায়মান হোসেনের ছেলে হাবিবুর রহমান লিখন মাস্টার, উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের মৃত সালামত শেখের ছেলে রকিবুল ইসলাম, চৌগাছা চার নম্বর ওয়ার্ডের জামাল উদ্দিনের ছেলে কাবরান আলী ও ধানখোলা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে বিল্লাল হোসেন।
জানা যায়, গাংনী উত্তর পাড়া মসজিদে জুমার নামাজ পড়তে গিয়ে একটি ফার্নিচারের দোকানের সামনে দুটি মোটরসাইকেল রাখেন দুজন। এছাড়া পৌর মসজিদে নামাজ পড়তে গিয়ে মসজিদের সামনে দুজন দুটি মোটরসাইকেল পার্ক করে রাখেন। চোরেরা সুযোগ বুঝে চারটি মোটরসাইকেল চুরি করে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, জুমার নামাজ চলাকালীন সময়ে বিভিন্ন কোম্পানির চারটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। মোটরসাইকেলের মালিকরা থানায় হাজির হয়ে সাধারণ ডায়েরি করেছে। চোর শনাক্ত করতে ও মোটরসাইকেলগুলো উদ্ধারে পুলিশ কাজ করছে।