
সেলিনা আক্তার:
আইএমএফের শর্তে ডলারের বিনিময়হার বাজারভিত্তিক করার প্রথম দিনে দরে কোনো পার্থক্য নেই।
বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক রেফারেন্স রেট ঘোষণা করেছে ১২১ টাকা ৯৫ পয়সা। গতকাল একই সময়ে রেফারেন্স রেট ছিল ১২১ টাকা ৯৯ পয়সা। অবশ্য দিন শেষে রেফারেন্স রেট নেমেছিল ১২১ টাকা ৯৩ পয়সায়। ব্যাংকগুলো একই দরে ডলার বেচাকেনা করছে বলে জানা গেছে।
জানা যায়, আমদানি, রপ্তানি, রেমিট্যান্সে ডলার বেচা-কেনা হচ্ছে ১২১ টাকা থেকে ১২২ টাকায়। তবে খোলাবাজারে ডলারের দর সামান্য বেড়েছে। খোলাবাজারে আজ নগদ ডলার বিক্রি হচ্ছে ১২৫ টাকা ৮০ পয়সা। গতকাল যা ছিল ১২৫টাকা ৫০ পয়সা।