
টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া এস.ইউপি উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মোঃ মিজানুর রহমানের ট্রাক চাপায় মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৯টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে দেউলাবাড়ি নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মিজানুর রহমান টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার কলহকুড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
নিহত মিজানুর রহমান ধলাপাড়া এস.ইউপি উচ্চ বিদ্যালয়ে সর্বশেষ এনটিআরসিএ ( বেসরকারি টিচার্চ প্রত্যয়ন কর্তৃপক্ষ) কর্তৃক ধর্মীয় শিক্ষক হিসাবে নিয়োগপ্রাপ্ত হন। প্রতি দিনের ন্যায় মোটর সাইকেল নিয়ে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে দেউলাবাড়ি নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ মর্মান্তিক ঘটনায় শিক্ষক শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।