আনচেলত্তিকে কোচ হিসেবে মেনে নিতে পারছেন না ব্রাজিলের প্রেসিডেন্ট

প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, মে ১৪, ২০২৫

ক্রীড়া ডেস্ক:

 

কার্লো আনচেলত্তিকে ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। তবে এই সিদ্ধান্তে খুশি নন দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা।

চীনে এক সংবাদ সম্মেলনে লুলা বলেন, ‘আমি আনচেলত্তির বিরুদ্ধে কিছু বলছি না। তিনি বিশ্বখ্যাত একজন কোচ। কিন্তু আমি মনে করি, ব্রাজিলে এমন অনেক দক্ষ কোচ আছেন, যারা জাতীয় দল পরিচালনার মতো যোগ্যতা রাখেন। বিদেশি কোচ আনার দরকার ছিল না।’

ব্রাজিলের ফুটবল ইতিহাসে দেশীয় কোচরাই জাতীয় দল পরিচালনার ক্ষেত্রে আধিপত্য বিস্তার করেছেন। ১৯৬৫ সালের পর এই প্রথম কোনো বিদেশি কোচ ব্রাজিলের ডাগআউটে দাঁড়াবেন। এমনকি আনচেলত্তি নিজ দেশ ইতালিরও কখনো কোচ হননি।

২০২৩ সালেও লুলা আনচেলত্তির নিয়োগ নিয়ে প্রকাশ্যে আপত্তি জানিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, ‘যিনি নিজ দেশের দলকেই সামাল দিতে পারেন না, তিনি ব্রাজিলের মতো দলের দায়িত্ব নেবেন কেন? ইতালি তো ২০২২ বিশ্বকাপেও জায়গা পায়নি।’

তবে সমালোচনার মাঝেও লুলা আনচেলত্তিকে ‘দারুণ টেকনিশিয়ান’ বলে অভিহিত করেছেন। একই সঙ্গে আশাবাদীও হয়েছেন যে, তিনি ব্রাজিলকে বিশ্বকাপ বাছাই পর্ব পেরিয়ে মূল পর্বে তুলতে পারবেন। সেক্ষেত্রে সম্ভাব্য শিরোপা জয়ের পথেও তিনি ভূমিকা রাখতে পারেন বলে মন্তব্য করেন তিনি।

বর্তমানে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের অবস্থান চতুর্থ। ১৪ ম্যাচে তাদের সংগ্রহ ২১ পয়েন্ট। এগিয়ে রয়েছে আর্জেন্টিনা, উরুগুয়ে ও ইকুয়েডর। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে জায়গা পাবে।