ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে সাইফপুত্র ইব্রাহিমকে প্রিয়াঙ্কার পরামর্শ

প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, মে ১৩, ২০২৫

বিনোদন ডেস্ক:

সম্প্রতি বলিউডে নতুন মুখ হিসেবে আত্মপ্রকাশ করেছেন সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের পুত্র ইব্রাহিম আলি খান। তারকা-সন্তানদের অভিষেক সবসময়ই থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে, আর ইব্রাহিমও তার ব্যতিক্রম নন। ‘নাদানিয়ান’ নামে তাঁর প্রথম ছবি মুক্তির পর থেকে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইব্রাহিমকে অভিনয়জগৎ নিয়ে সোজাসাপ্টা পরামর্শ দিয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস।

ইব্রাহিমকে উদ্দেশ করে প্রিয়াঙ্কা বলেন, ‘নিজেকে কঠিন করতে শেখো।’ তাঁর মতে, বলিউডের মতো প্রতিযোগিতামূলক এবং সমালোচনায় ভরা ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে শুধু প্রতিভা বা অভিনয় দক্ষতাই নয়, দরকার মানসিক দৃঢ়তা এবং সমালোচনা সহ্য করার ক্ষমতাও।

প্রিয়াঙ্কা আরও বলেন, ‘নতুনদের জন্য এটি সবচেয়ে কঠিন সময়। কারণ, প্রতিনিয়ত সামাজিক যোগাযোগমাধ্যমে তুলনা, ট্রল আর নেতিবাচক মন্তব্যের মুখোমুখি হতে হয়। যদি কেউ নিজের কাজে দৃঢ় থাকে এবং আত্মবিশ্বাস না হারায়, তাহলে একসময় নিজস্ব পরিচয় তৈরি করা সম্ভব।’

ইব্রাহিমের অভিষেক চলচ্চিত্র নিয়ে দর্শক-সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও, প্রিয়াঙ্কার মতো একজন অভিজ্ঞ অভিনেত্রীর পরামর্শ তরুণ প্রজন্মের জন্য হতে পারে দিকনির্দেশনা এবং অনুপ্রেরণার উৎস।

বলিউডে নিজের নতুন যাত্রাপথে ইব্রাহিমের জন্য এটি যেন বাস্তবতার এক প্রথম পাঠ– যেখানে প্রশংসার পাশাপাশি মোকাবিলা করতে হবে সমালোচনার, আর সময়ই বলে দেবে তিনি কতটা সফলভাবে তা সামাল দিতে পারেন। সূত্র: এনডিটিভি।