ফিলিপাইনে মধ্যবর্তী নির্বাচনের ভোট সম্পন্ন

প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, মে ১৩, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

 

ফিলিপাইনে মধ্যবর্তী নির্বাচনের ভোট সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় সকাল ৫টা থেকে শুরু হয়ে ভোট চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত। ভোট কাউন্টিং মেশিনের কারিগরি জটিলতার কারণে কোথাও কোথাও বিলম্ব ঘটেছে।

দেশটিতে সাধারণত মধ্যবর্তী নির্বাচন উত্তাপ না ছড়ালেও গতকালের ভোটে ছায়াযুদ্ধ চলেছে সহযোগী থেকে প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র ও ভাইস প্রেসিডেন্ট সারা দুতের্তের মধ্যে।

এদিন ১৮ হাজারের বেশি পদে ভোট গ্রহণ সম্পন্ন হয়, যাতে তারা সরাসরি প্রার্থী না হলেও নিজেদের মনোনীত প্রার্থীদের পক্ষে জোরেশোরে প্রচার চালিয়েছেন। তাদের তীব্র প্রতিদ্বন্দ্বিতা এমন এক প্রতিযোগিতায় রূপান্তরিত হয়েছে, যা ১১ কোটি মানুষের দেশটিতে ভবিষ্যৎ ক্ষমতার গতি-প্রকৃতিকে প্রভাবিত করতে পারে। বিবিসি।