শেওড়াপাড়ায় দুই বোনকে হত্যা: সিসিটিভিতে দেখতে পাওয়া যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, মে ১২, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক:

 

রাজধানীর শেওড়াপাড়ায় দুই বোনকে হত্যার ঘটনায় সিসিটিভি ভিডিও ফুটেজে দেখতে পাওয়া এক তরুণকে (১৫) গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার তরুণ নিহত দুই বোনের ছোট বোনের ছেলে।

রোববার দিবাগত রাতে ঝালকাঠির সদর উপজেলার আছিয়ার গ্রাম থেকে গোলাম রব্বানীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

গত শুক্রবার পশ্চিম শেওড়াপাড়ার ৬৪৯ নম্বর বাড়িটির দোতলার একটি ফ্ল্যাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সাবেক কর্মকর্তা মরিয়ম বেগম (৬০) ও তার ছোট বোন সুফিয়া বেগমকে (৫২) ছুরিকাঘাতে হত্যা করা হয়। সেদিন রাত ১১টার দিকে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

বিস্তারিত আসছে…